সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভয়ংকর রূপ নিয়েছে পদ্মা-মেঘনা, দক্ষিণাঞ্চলের নৌপথ ঝুঁকিপূর্ণ


ভয়ংকর রূপ নিয়েছে পদ্মা-মেঘনা, দক্ষিণাঞ্চলের নৌপথ ঝুঁকিপূর্ণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পানির তীব্র স্রোতই বলে দেয় কতোটা ভয়ংকর রূপ নিয়েছে পদ্মা-মেঘনাসহ দেশের বড় বড় নদীগুলোর। স্রোতের কাছে যেন অসহায় ইঞ্জিনচালিত নৌযানগুলো। বন্যার পানিতে ডুবে গেছে চরাঞ্চল আর কুলকিনারাহীন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের নদীপথ।

নদীগুলোর এমন অবস্থায় ঈদে নৌপথের প্রায় ৪০ লাখ যাত্রীর জীবন ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন লঞ্চমালিক ও মাস্টাররা। আর, নদী গবেষকরা বলছেন, বন্যা ও জোয়ারের পানি বৃদ্ধির ফলে বিভিন্ন নদীর ত্রিমোহনায় সৃষ্ট ঘূর্ণি এ ঝুঁকি আরো বাড়িয়ে দেবে।

দেশের উত্তরাঞ্চল থেকে বন্যার পানি নেমে আসার কারণেই ফুলে ফেঁপে উঠছে পদ্মা-মেঘনাসহ মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চলের নদ-নদী। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারত থেকে নেমে আসা পানিতে দেশের উত্তরাঞ্চলে যে বন্যার সৃষ্টি হয়েছে, এখন সে পানি মধ্যাঞ্চল হয়ে বঙ্গোপসাগরে গিয়ে নামছে। ফলে উত্তাল যমুনা, পদ্মা ও মেঘনা নদী দক্ষিণাঞ্চলের একমাত্র নৌরুট হওয়ায় ঈদে এ পথ ভয়াবহ ঝুঁকিপূর্ণ হবে বলে আশঙ্কা লঞ্চের মাস্টারদের। তবে লঞ্চ মালিকরা দাবি করছেন আধুনিক প্রযুক্তি দিয়ে ঝুঁকি হ্রাসের কথা। যদিও বিশাল এই জলরাশিতে প্রয়োজনীয় পথ নির্দেশক বয়া বাতি না থাকায় ঝুঁকির কথাই উঠে আসলো চালকদের কণ্ঠে।

তারা বলেন, ‘নদীর পানি প্রতিদিনই বাড়ছে। কিনারা না পেয়ে চরের উপর যদি আমাদের স্পীডবোট উঠে যায় তাহলে বড় একটা সমস্যায় পড়বো। ডাকাতিয়া, মেঘনা এবং পদ্মার যে মোহনা সেখানে প্রবল ঘুর্নন সৃষ্টি হবে। ওই মোহনায় ছোটখাটো লঞ্চ পড়লে তলিয়ে যাবে। এরআগেও সেখানে দুর্ঘটনা ঘটেছে।’

বিআইডব্লিউটিএ বলছে, নৌপথের ঝুঁকিপূর্ন এলাকা চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে নদী গবেষকরা বলছেন, ঈদ মৌসুমে বেশীরভাগ নদীর পানিই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে। তাই নদীর ত্রিমোহনায় সৃষ্ট ঘুর্ণি না এড়ানো গেলে ভয়াবহ বিপদ ঘটতে পারে।

নদী গবষেক ড. আইনুন নিশাত বলেন, ‘যে সব লঞ্চ চাঁদপুর যাবে তা যেনো অত্যাধিক সতর্কতা অবলম্বন করে। আর লঞ্চ মালিকদের বলবো নতুন চালকদের যেনো না দেয়।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বলেন, ‘পানি বাড়ার কারণে যেখানে মাকিং চলে যাচ্ছে সেগুলো আবার রিপ্লেস করছি আমরা। সেফটি, ফিটনেস, ওভারলোডিং বিষয়গুলো অত্যান্ত কঠোরভাবে তদারকি করা হবে।

পূর্বাশানিউজ/২৩আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি