সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মনোনয়ন যুদ্ধে নেমেছেন বিএনপির প্রবাসী নেতারা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগামী একাদশ নির্বাচনের আরো দেড় বছর বাকি থাকলেও দলীয় মনোনয়ন যুদ্ধে থেমে নেই প্রবাসী বিএনপি নেতারা। মনোনয়ন পাওয়ার জন্য দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে প্রবাসী নেতারা যোগাযোগ চালিয়ে যাচ্ছেন অবিরামভাবে। বিদেশ ও নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি অনেকে মুঠোফোনের মাধ্যমে, কেউ কেউ বিনা খরচে ইমো, ভাইবার, ফেসবুকের চ্যাটিংয়ে কথা আদান-প্রদানের মাধ্যমে তদবির চালিয়ে যাচ্ছেন। এমন তথ্য জানিয়েছেন দলটির একাধিক সংশ্লিষ্ট সূত্র। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সখ্য গড়ে তোলার জন্য অনেক প্রবাসী নেতা বিএনপির একাধিক শীর্ষ নেতার আস্থাভাজন হতে চেষ্টা করছেন। একইসঙ্গে লবিং-তদবিরও করছেন তারা। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের প্রার্থিতা যেন চূড়ান্ত হয়, সেই লক্ষ্যে কার্যক্রম গুছিয়ে নিচ্ছেন তারা।
এদিকে আগামী নির্বাচনে মনোনয়ন লাভের জন্য প্রবাসী ধনাঢ্য ব্যক্তিরা বিএনপির কেন্দ্রীয় কমিটির অনেক সিনিয়র নেতাকে বিভিন্ন দেশে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। কেউ কেউ সাড়া দিলেও অনেকে দেশের সার্বিক রাজনীতির পরিস্থিতি ও অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে যাচ্ছেন। কেউ কেউ ইতিমধ্যে কয়েকটি দেশ ভ্রমণ করে এসব নেতাকে আশ্বস্তও করছেন। অপরদিকে প্রবাসী নেতারা নিজ নিজ এলাকায় যোগাযোগ রক্ষাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। একদিকে প্রবাসের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন অপরদিকে এলাকার জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে নানা কর্মযজ্ঞ শুরু করেছেন। বিএনপির নেতাকর্মীরা জানান, দেশের ৩০০টি আসনের মধ্যে অন্তত ৩০টি আসনে প্রবাসী নেতারা মনোনয়ন চাইবেন।
প্রবাসী নেতারা অনেকে বলেন, বিগত দশটি বছর দেশের রাজনীতিতে বিএনপি কোণঠাসা কিংবা রাজনৈতিক বৈরিতার শিকার হলেও বিদেশে অবস্থান নিয়ে তারা রাজনীতিকে সক্রিয় রেখেছেন। আন্তর্জাতিক মতামত গঠনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ সব জায়গায় দলের পক্ষে অবস্থান তুলে ধরেছেন। মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর বিষয়ে বিশ্বব্যাপী কাজ করেছেন। মামলা-হামলার কারণে দেশের নেতারা যখন আত্মগোপনে তখন প্রবাসীদের প্রচেষ্টায় অনেক তৃণমূল নেতাকর্মীকে সহায়তা করা হয়েছে। এসব কিছু করা হয়েছে দেশের জন্য, দলের জন্য। আবার প্রবাসে থাকার কারণে আধুনিক জাতি গঠনে হাতে-কলমে শিক্ষা কিংবা অভিজ্ঞতাও রয়েছে। এসব কারণে প্রবাসী অনেক নেতা আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন চাইবেন বলে জানান কেন্দ্রীয় নেতারা।
বিএনপির নেতাকর্মীরা বলেন, প্রবাসী নেতাদের মধ্যে বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মনোনয়ন চাইবেন। বিগত দিনে ইউরোপীয় ইউনিয়নে জনমত গঠনে কাজ করা তরুণ এ সংগঠক এলাকার উন্নয়নে কাজ করছেন বলে নেতাকর্মীরা জানান। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আলোচনায় শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। জিয়া পরিবারের ঘনিষ্ঠ এই নেতার মনোনয়ন অনেকটাই নিশ্চত বলে মনে করছেন তার অনুসারী নেতাকর্মীরা। আর এ লক্ষ্যে তিনি বিগত কয়েক বছর ধরে নিজ এলাকার উন্নয়নে সমানতালে কাজ করে যাচ্ছেন। মসজিদ-মাদরাসা-মন্দির নির্মাণসহ স্কুল কলেজে আর্থিক সহায়তা দিয়ে ইতিমধ্যে নিজের অবস্থানকে সংহত করেছেন।
হবিগঞ্জ-৪ (চুনারিঘাট-মাধবপুর) আসন থেকে মনোনয়ন চাইবেন আয়ারল্যান্ড বিএনপি সভাপতি হামিদুল নাসির। বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচন করেন। কিন্তু উপনির্বাচনে তিনি এ আসন ছেড়ে দিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কিংবা জিয়া পরিবারের অন্য কেউ অংশগ্রহণ না করলে বিকল্প প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাপান প্রবাসী তরুণ কূটনীতিক শাকিরুল ইসলাম শাকিল রয়েছেন আলোচনায়। মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে কাতার বিএনপির সদস্য সচিব ও যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিফুল হক সাজু মনোনয়ন চাইবেন।
খুলনা-৫ আসনে নির্বাচন করার জন্য এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা নেয়ার জন্য ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও লন্ডন প্রবাসী ড. মামুন রহমান। লন্ডনে উচ্চ শিক্ষিত এ মানুষটিকে নিয়ে তাই এলাকার মানুষের আকাক্সক্ষাও অনেক। লন্ডন থেকে তিনি জানান, হাতে কলমে শিক্ষা না থাকলে মানুষের সেবা করা সম্ভব নয়। আলোচিত সাবেক এই ইউপি চেয়ারম্যান এলাকায় গণসংযোগসহ গরিব মেধাবীদের জন্য কাজ করেছেন নিরলসভাবে। নেতাকর্মী আর সাধারণের মাঝে সমান জনপ্রিয় এই নেতা আগামী নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছেন বলেও জানান।
বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনে রয়েছেন লন্ডন প্রবাসী নেতা ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী ওলামা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শামীম আহমেদ। ন্যাশনালিস্ট অনলাইন ফোরাম সংগঠনের সভাপতি এই নেতা নির্বাচনী মাঠ গোছানোর জন্য কয়েক বছর ধরে এলাকায় কাজ করছেন। দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে তিনি জানান।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের মনোনয়ন প্রত্যাশী জার্মান বিএনপি সভাপতি আকুল মিয়া জানান, ওয়ান ইলেভেন পর থেকে ভঙ্গুর জার্মান বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করছি। আন্তর্জাতিকভাবে দলের আদর্শকে প্রচারের জন্য নিরলস ছিলাম। তিনি বলেন, ৪০ বছর ধরে আমি এই দেশে থাকলেও জনপ্রতিনিধি হয়ে এলাকার মানুষের সেবা করার ইচ্ছা থেকে আমি জার্মান পাসপোর্ট গ্রহণ করিনি। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে আমি মনোনয়ন চাইব। এ জন্য কয়েক বছর ধরে এলাকার নেতাকর্মী আর সাধারণের জন্য কাজ করছি। সামাজিক ও ধর্মীয় কাজে সহায়তা করছি।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে লন্ডন প্রবাসী কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান মনোনয়ন চাইবেন। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ মনোনয়ন চাইবেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্জুগঞ্জ) আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও লন্ডন সিটিজেন মুভমেন্টের আহ্বায়ক এমএ মালেক মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে বিএনপি একাদশ নির্বাচনে অংশগ্রহণ করবে। আর এ ক্ষেত্রে আমি এই আসন থেকে মনোনয়ন চাইব। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আমি দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় কাজ করছি। দলের দুর্দিনে নেতাকর্মীদেরও পাশে অকৃত্রিমভাবে দাঁড়িয়েছি। তাদের সব ধরনের সহায়তা দিয়ে মনোবল অটুট রাখতে চেষ্টা করেছি। এর বাইরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করে এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছি। তাই আগামী নির্বাচনে মনোনয়ন পেলে অবশ্যই ভালো ফলাফল আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ-শায়েস্তাগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী লন্ডন বিএনপি সাবেক সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দলটির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। রাজনীতি করছি। আমাদের তো একটি লক্ষ্য থাকবেই। আমার দল নির্বাচনে অংশগ্রহণ করলে আমি হাইকমান্ডের কাছে মনোনয়ন চাইব। নির্বাচনের প্রস্তুতি হিসেবে এলাকায় কাজ করছি। সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। তবে এক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পটিয়া) আসনে সুইডেন প্রবাসী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক শহিদুজ্জামান কাকন, শরিয়তপুর-২ (নরিয়া-শখিপুর) আসনে সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন জিন্টো, লক্ষ্মীপুর-২ আসনে কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনজুরুল আলম, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, চাঁদপুর-২ আসনে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের নেতা ওবাইদুর রহমান টিপু মনোনয়ন চাইবেন। কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়া আসন থেকে অস্ট্রেলিয়া বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার নাছির উল্যা মনোনয়ন চাইবেন। মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে ডেনমার্ক বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক ও জার্মান বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মুস্তাক খান মনোনয়ন চাইবেন।
অন্যদিকে এসব প্রার্থীরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ নিজ সমর্থকদের মাধ্যমে এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টারিং করবেন।

23/08/2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি