শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মিষ্টির খালি প্যাকেটের ওজন ২৬৬ গ্রাম, সোয়া লাখ টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় খালি ঠোঙ্গা ও মিষ্টির প্যাকেটের ওজন বেশি থাকাসহ বিভিন্ন অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২৩ আগস্ট বুধবার এ অভিযানের সময় ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলমের পাশাপাশি জেলা বাজার কর্মকর্তা জিল্লুল বারী, নান্দাইল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মিজানুর রহমান, নান্দাইল পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহজাহান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার চৌরাস্তা এলাকায় আল আমিন মিষ্টান্ন ভান্ডারে খালি ঠোঙ্গার ওজন ১০১ গ্রাম ও খালি মিষ্টির প্যাকেটের ওজন ২৬৬ গ্রাম হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৬ ধারায় উক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তা ছাড়া জাহাঙ্গীর হোটেলকে ৪৬ ধারায় ৫ হাজার টাকা, সামীয়া বেকারিকে ৩৭ ও ৪২ ধারায় ২০ হাজার টাকা, সুজন বেকারিকে ৩৭, ৪২ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা, লক্ষী নারায়ণ মিষ্টান্ন ভান্ডারকে ৩৭, ৪২ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা, মসুলি বাজারে নিউ টিপ টপ বেকারিকে ৩৭, ৪২ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বাশানিউজ/২৪আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি