মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘সুইসাইড নোটে’ যা লিখেছেন আরাফাত সানির স্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টার আগে জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী নাসরিন সুলতানা একটি সুইসাইড নোট (আত্মহত্যার চেষ্টার আগে লেখা) লিখে রাখেন। শুক্রবার রাতে নোটটি পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে দেন।

নাসরিন সুলতানাকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) অচতেন অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি এখনো অচেতন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন নাসরিনের ছোট বোন শারমিন সুলতানা।

জানা যায়, বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে সানির সঙ্গে নাসরিনের কথা কাটাকাটি হয়। এরপর সবার অজান্তে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে তাকে বিছানায় অচেতন দেখে প্রথমে আল মানার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ধানমণ্ডির রেনেসাঁ হাসপাতালে ভর্তি করার পর পাকস্থলি পরিষ্কার করা হয়। বর্তমানে নাসরিন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

নাসরিনের ছোট বোন শারমিন সুলতানা বলেন, রাত ১২টার দিকে একবার ঝগড়া হইছে সানির সঙ্গে। এরপর আমি ঘুমাইছি। পরে রাত ৩টার দিকে ও (নাসরিন) মোবাইল ফোনে চিল্লাচিল্লি করছিল। সকালে তাকে অচেতন দেখে সবাইকে খবর দেই। টেবিলের উপর ট্রিপটিন ট্যাবলেটের খোসা পড়ে থাকতে দেখি।

ঘুমের ওষুধ খাওয়ার ব্যাপারে রেনেসাঁ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, আমরাও ধারণা করছি ট্রিপটিন জাতীয় কিছু খেয়ে থাকতে পারে। তবে তার পাকস্থলি ওয়াশ করার পর খুব বেশি কিছু পাওয়া যায়নি। এখন কোনো সমস্যা নাই, তার অক্সিজেন লাগছে না বা অন্য কোনো সাপোর্ট লাগছে না। আইসিইউতে রাখা হয়েছে অবজারভেশনের জন্য। কারণ, এ ধরনের ওষুধের প্রতিক্রিয়া অনেক পড়ে শুরু হয়। তাই ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাবে না।

সুইসাইড নোটে নাসরিন লেখেন, ‘আব্বা-মা, আল্লাহর রহমতে দুই হাত জোড় করে তোমাদের অনুরোধ করতেছি, দয়া করে আমাকে হসপিটালে নিও না। আল্লাহর দোহাই লাগে আমাকে আমার মতো মরতে দাও। আমার জন্য অনেক জ্বালা নিছো, আর নিও না। মরার পর মাটি দিও কিন্তু হসপিটালে নিও না প্লিজ। এত অপমান সহ্য না করে মরে যাওয়া অনেক ভালো। প্লিজ আমাকে মরতে দাও। বিথী, কফিনের লকের পাসওয়ার্ড ৭৩৯ কফিনে ও ড্রয়ারের পার্সে সব ফাইল ও কাগজপত্র আছে। make sure that sunny’র (নিশ্চিত করো যেন সানীর) উচিত শাস্তি ও বিচার হয়।’

নাসরিন আরো উল্লেখ করেন, ‘It is not Suicide, it’s a murder (এটা আত্মহত্যা নয়, হত্যা)। আমার আজকের এই অবস্থার জন্য শুধু সানী দায়ী। আল্লাহ যাতে ওর বিচার করে। আমার মৃত্যুর জন্য সানী দায়ী।’

ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে ব্যক্তিগত ছবি প্রকাশের দায়ে চলতি বছরের ৫ জানুয়ারি ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন নাসরিন। সে সময় এজাহারে তিনি ২০১৪ সালের ডিসেম্বরে তাদের বিয়ে হয়েছে বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ওই মামলায় সানিকে গ্রেফতারও করে পুলিশ। ওই মামলার রেশ কাটতে না কাটতে নাসরিন ২০ জানুয়ারি যৌতুক নিরোধ আইনে মামলা করেন সানির বিরুদ্ধে। বিষয়টি মীমাংসারও চেষ্টা করে উভয় পক্ষ। মীমাংসার পর্যায়ে সানি মিরপুরে বাসা নেয় এবং সেখানে যাতায়াতও ছিল নাসরিন সুলতানার।

আগস্ট ২৬, ২০১৭/Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি