মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পদ্মায় বিলীন শরীয়তপুরের ২৫ কিলোমিটার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পদ্মায় তীব্র স্রোতে ভাঙছে শরীয়তপুরের জাজিরা থেকে ভেদরগঞ্জ পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা। কয়েকদিনের ভাঙ্গনে বিলীন হয়েছে ৩’শ ব্যবসা প্রতিষ্ঠান, কৃষি জমি, পাকা সড়কসহ বহু স্থাপনা। গৃহহীন হয়েছে ৮৭২ পরিবার।

এদিকে, আগামী বর্ষার আগেই নদীভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

চোখের সামনেই ভাঙছে আদম আলী শেখের বিলাসবহুল এই বাড়িটি। তিন ছেলের বিদেশ থেকে পাঠানো প্রায় ৬০ লাখ টাকায় তৈরি হয়েছিলো বাড়িটি। কিন্তু রক্ষা করা যায়নি প্রিয় বসতভিটা।

এভাবে পদ্মায় বিলীন হয়েছে অসংখ্য দোকান পাট, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ঘর হারিয়েছে কয়েকশ পরিবার। খোলা মাঠে আশ্রয় নেয়া দুগর্তদের হাতে কাজ নেই। খাবারের অভাবও তীব্র। তার ওপর ঋণের কিস্তিতে ভোগান্তি পৌঁছেছে চরমে।

পদ্মার ভাঙ্গন রোধে ১ হাজার ২৮০ কোটি টাকা খরচে প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী বর্ষা মৌসুমের আগেই কাজ শুরুর কথা জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ড। এখনও পদ্মার ভাঙ্গনের হুমকিতে রয়েছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা।

পূর্বাশানিউজ/২৭আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি