রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিকাশের সার্ভার হ্যাক, চুরি ১৩ লাখ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একটি সংঘবদ্ধ চক্র বিকাশের মূল সার্ভার হ্যাক করে এ পর্যন্ত ১৩ লাখ টাকা চুরি করেছে বলে জানা গেছে। টাকা চুরির সঙ্গে যুক্ত পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- খোরশেদ, আবুল হোসেন, আরিফুর রহমান, ইকবাল হাসান ও আবদুল হামিদ।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ আলী জানান, এই চক্রটি বিকাশের সার্ভার হ্যাক করে বিভিন্ন অংকের টাকা স্থানান্তর করে নিজেদের নামে কেনা সিমে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বিকাশ থেকে টাকা চুরির কথা স্বীকার করেছে।

পূর্বাশানিউজ/২৮আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি