সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা ও মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ কোনো যানজট দেখা যায়নি। মহাসড়কে কোনো দুর্ভোগ ছাড়াই যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন।

ঈদকে সামনে রেখে আজ সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি পরিদর্শন করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ এক এম শহীদুল হকের আসার কথা।

আইজিপি আসবেন বলে মহাসড়কে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। গতকাল বুধবার রাত ১২টা থেকে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাগামী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ঢাকা-গৌরীপুর সড়কে চলাচলকারী বিআরটিসির বাসের চালক মিজানুর রহমান বলেন, আজ সকাল ছয়টায় গুলিস্থান থেকে রওনা হয়ে সকাল সাড়ে সাতটায় দাউদকান্দির বলদাখালে পৌঁছান তিনি। পথে কোনো যানজট পাননি।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রজব আলী বলেন, ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারছেন। আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনে আসবেন আইজিপি।

পূর্বাশানিউজ/৩১আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি