সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৯.২০১৭


পূর্বাশা ডেস্ক:
দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে সবাইকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতির দিকে ফিরে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের পেশকার হাট ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহবান জানান।
ওবায়দুল কাদের বলেন, আমরা তো মানুষের জন্য রাজনীতি করি, তাই যারা নেতিবাচক রাজনীতি করে, সবাইকে ইতিবাচক রাজনীতিতে আসতে হবে। জনস্বার্থে, মানুষের কল্যাণে এটাই হোক আজকের দিনের প্রার্থনা।
তিনি বলেন, দেশের শান্তি ও দেশের মানুষের সুখই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশের মানুষ নেতিবাচক রাজনীতি পছন্দ করে না, সে পথ থেকে আমাদের সরে আসতে হবে।
নামাজ শেষে মন্ত্রী ঈদগায়ে এলাকার জনসাধারনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরে, তিনি প্রবীণ ও অসুস্থ আওয়ামীলীগ নেতাদের বাড়ীতে গিয়ে তাদের খোঁজ-খবর নেন এবং পরলোকগত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত করেন।

সেপ্টেম্বর ২, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি