সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের তৎপরতা স্পষ্ট দেখা যাচ্ছে না : খালেকুজ্জামান


রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের তৎপরতা স্পষ্ট দেখা যাচ্ছে না : খালেকুজ্জামান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের তৎপরতা স্পষ্ট দেখা যাচ্ছে না। তিনি অবিলম্বে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ও দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানান।

বুধবার বেলা ২টায় এ প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বাসদ সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গাদের নাগরিক অধিকার না থাকায় নিজ দেশে তারা আজ পরবাসী। তাদের চাকরির অধিকার, ভূমি বাণিজ্য ও স্বাধীন জীবিকার সকল পথ অবরুদ্ধ হওয়ায় তারা ইন্দোনেশিয়া, মালোয়েশিয়া, পিলিফাইন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা উপায়ে ছড়িয়ে রয়েছে। তান্মধ্যে সবচেয়ে বেশী সংখ্যায় বাংলাদেশে মিয়ানমার কর্তৃপক্ষ তাদের ঠেলে দেয়ার সুযোগ কিছুদিন পর পরই গ্রহণ করে চলেছে। এক্ষেত্রে বাংলাদেশ মানবিক কারণকে উপেক্ষা না করেও আন্তর্জাতিক ক্ষেত্রে যে জোর ক‚টনৈতিক তৎপরতা গ্রহণ করা প্রয়োজন ছিল তা সময় মতো করেনি। চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন শক্তির নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এর সঙ্গে জড়িয়ে থাকলেও বাংলাদেশকেই তা চাপ বহন করতে ও খেসারত দিতে হচ্ছে বহুগুণে। ভবিষ্যত পরিস্থিতি জটিলতার দায়ভারও বাংলাদেশের উপর চাপবে সবচেয়ে বেশী।

তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে নৃতান্ত্রিকভাবে ভৌগলিক অবস্থানগত সবদিক থেকেই মিয়ানমারের নাগরিক। ইংরেজ শাসনের শেষদিকে গোত্র সনাক্তকরণের ব্রিটিশ সা¤্রাজ্যবাদী ভ্রান্ত নীতিতে রোহিঙ্গাদের রোহিতকরণ ও ১৯৮২ সালে মিয়ানমারের শামরিক জান্তা কর্তৃক রোহিঙ্গদের নাগরিকত্ব বাতিলীকরণ এবং প্রায় ২০ লাখ এ জনগোষ্ঠীর উপর অব্যাহত জাতিগত, সাম্প্রদায়িকতা, বর্ণবাদী নিপীড়ন-নির্যাতনের পরিণতিতে দিনে দিনে তা ভয়াবহরূপ ধারণ করেছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ব্যাপারে যাতে বিশ্ব জনমতের চাপ মিয়ানমার সরকারের উপর বাড়ানো যায় এবং একটা স্থায়ী সমাধানের পথ সুগম হয় তার জন্য এ মুহূর্তে বাংলাদেশ সরকারের বলিষ্ঠ ভ‚মিকা থাকা দরকার।

৭ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি