সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নির্বাচনকালীন বিএনপি !


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রকাশ্যে সরকারের সমালোচনা করে, আর গোপনে সরকারের সঙ্গে আঁতাত করে, এমন নেতাদের তালিকা তৈরি করছেন তারেক জিয়া। বেগম জিয়াকে এই সব নেতাদের পরামর্শ গ্রহণ করতে বারণ করেছেন। এদের প্রশ্রয় দিতেও না করেছেন। এরা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবার নীলনকশা করছে বলেও তারেকের অভিমত।
বিএনপিতে ‘বিশ্বাসঘাতক’ ইস্যুটি এসেছে ২০১৩ সালের আন্দোলনের পর। এ সময় তারেক জিয়া অনেক সিনিয়র নেতাকে ‘সরকারের দালাল’ বলেও অভিযুক্ত করেছিলেন। ২০১৪ সালে বিএপির স্থায়ী কমিটির এক বৈঠকে, বেগম জিয়া দলের নেতাদের মোবাইল ফোন সিজ করেন। ওই বৈঠকে তিনি অভিযোগ করেন, বিএনপির সব গোপন সিদ্ধান্ত আগেই সরকার প্রধানের কাছে চলে যায়। বৈঠকের আলোচনা সরাসরি সম্প্রচার হয় গণভবনে। মোবাইল নিয়ে ওই বৈঠকে নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ হলেও এখন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মোবাইল ফোন না আনার বিধান কার্যকর রয়েছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়’ বিএনপির এই অবস্থানের বিরুদ্ধে একটি বড় বিদ্রোহ হবে। এমনকি দলের একটি বড় অংশ আলাদা বিএনপি করে আওয়ামী লীগের সঙ্গে ‘সমঝোতার’ নির্বাচনে যাবে। ঢাকায় তারেক জিয়া তাঁর ঘনিষ্টদের এমন আশঙ্কার কথা বলেছেন।

বিএনপির এরকম ভাঙ্গনের ফলে, তারা ‘ধানের শীষ‘ প্রতীকও পেয়ে যাবেন বলে তারেক মনে করছেন। নেতাদের মধ্যে থেকে তারেক জিয়া কয়েকজনকে ‘নজরে’ রাখার জন্য ছাত্রদল, যুবদল কর্মীদের নির্দেশ দিয়েছেন। ওই তালিকায় বর্তমান মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দাকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মতো শীর্ষস্থানীয় নেতাদের নাম রয়েছে। এছাড়া দলের ভেতর সংস্থারপন্থী হিসেবে পরিচিত জেনারেল (অব.) মাহাবুবুর রহমান, মেজর (অব.) হাফিজ আগামী নির্বাচনে শর্তহীন ভাবে অংশ নেবেন বলে বিএনপিতে তারেকপন্থীদের ধারণা।
তারেক জিয়া ক’দিন আগে যুবদলের এক শীর্ষ নেতাকে টেলিফোনে জানিয়েছেন, ড. মোশারফকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব করে ‘নির্বাচনকালীন বিএনপি’ গঠনের ‘নীলনকশা’ রয়েছে। এই জুটি ভাঙতেই তারেক ড. মোশারফকে মহাসচিব বানানোর চিন্তা করছেন। তারিকুল ইসলাম, জেনারেল মাহবুব সরকারের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে দরকষাকষি করছে বলেও তারেক জিয়া যুবদলের ওই নেতাকে জানিয়েছেন। ওই নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ইনসাইডারকে বলেছেন, ‘সরকার নির্বাচনকালীন বিএনপিকে ৭০-৭৫ টি আসন দিতে চাইছে। এমন নিশ্চিত খবর নাকি তারেক জিয়ার কাছে আছে। বিএনপির ওই অংশ ১০০ থেকে ১২০ টা আসন চাইছে। এরকম পরিস্থিতিতে ‘সন্দেহভাজন’ নির্বাচনপন্থীদের যুবদল, ছাত্রদলের ক্যাডারদের নজরদারির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তারেক জিয়া।
শেষ পর্যন্ত যদি নির্বাচনকালীন বিএনপি গঠিত হয়, তাহলে বেগম জিয়া-তারেকের বিএনপি নির্বাচন কমিশনের নিবন্ধন হারাবে। একই সঙ্গে হারাবে ধানের শীষের প্রতীক। এরকম নির্বাচনকেই ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন হিসেবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করবে আওয়ামী লীগ- এমনটাই ধারণা তারেক জিয়ার। এটা তাঁর মতে, সহায়ক সরকারের দাবির পাল্টা ব্যবস্থা। তবে, বিএনপির অধিকাংশ নেতা কর্মীই ২০১৩ সালের ভুলের পুণরাবৃত্তি চান না। বিএনপি নির্বাচন মুখর স্রোত তারেক কীভাবে ঠেকান সেটাই দেখার বিষয়।

৮ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি