রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেসবুকের বট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যালগরিদম দিয়ে নিয়ন্ত্রিত হবে এমন একটি ‘মানবসদৃশ’ বট বানিয়েছেন ফেসবুকের এআই ল্যাবের গবেষকরা। কয়েকশ’ স্কাইপ আলাপচারিতার ভিডিও দেখানোর মাধ্যমে একে প্রশিক্ষণ দেয়া হয়েছে। নিউ সাইনটিস্টের বরাতে এ তথ্য জানিয়েছে আইএএনএস।

এই অ্যালগরিদম প্রতিটি স্কাইপ আলাপচারিতা পর্যবেক্ষণকালে মানুষের চেহারাকে ৬৮টি মূল পয়েন্টে ভাগ করে। ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর কানাডার ভ্যাঙ্কুবারে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনটেলিজেন্স রোবটস অ্যান্ড সিস্টেমসে ফেসবুক এ গবেষণা উপস্থাপনা করবে।

এ সিস্টেম স্বাভাবিকভাবে মাথা নাড়ানো, চোখের পাতা ফেলা ও কথা বলার সময় সামনের মানুষটির কাছে তার সম্পৃক্ততা দেখাতে আরও অনেক মৌখিক অঙ্গভঙ্গি প্রকাশ করতে শিখেছে। পরে এ বট মানুষের মতো কথা বলতে ও বাস্তব সময়ে সবচেয়ে উপযুক্ত মৌখিক অঙ্গভঙ্গি বেছে নিতে শিখেছে।

গবেষণার ফলে বলা হয়, ফেসবুক দল পরে এ সিস্টেমকে কয়েকজন মানুষের একটি প্যানেলে পরীক্ষা চালিয়েছে। এরা মানুষের সঙ্গে বটের প্রতিক্রিয়া আর মানুষের সঙ্গে মানুষের প্রতিক্রিয়া দুই ধরনের অ্যানিমেশনই দেখেছেন। স্বেচ্ছাসেবকরা বট আর মানুষ একই রকম স্বাভাবিক ও বাস্তবিক কিনা তা পরীক্ষা করেছেন।

৮ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি