মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারত চালু করছে দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘অর্ধমান’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারত আগামী মাসে নিজেদের তৈরি দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সমুদ্রে ভাসাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও চীনের বাইরে ভারতই একমাত্র দেশ যে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ক্রয়ের প্রথম বর্ষপূর্তিতে এধরনের দ্বিতীয় সাবমেরিন চালু করছে। স্পুটনিক

ভারতের এ ব্যালেস্টিক মিসাইল সাবমেরিনটির নাম হচ্ছে ‘আইএনএস অর্ধমান’। রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনে ব্যবহৃত প্রযুক্তির মতই চাপযুক্ত জল চুল্লি ব্যবহার করা হয়েছে অর্ধমানে। পরীক্ষমূলকভাবে সাবমেরিনটি সমুদ্রে ভাসানোর পর পুরোপুরি কার্যকর হতে এক বছর সময় লাগবে।

এর আগে গত বছর আগস্টে ভারত তার প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন চালু করলেও পরীক্ষামূলকভাবে তা সমুদ্রে ভাসানো হয়েছিল ২০০৯ সালে। বিশাখাপট্টমে ভারতের দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনটির নির্মাণ শুরু হয় ২০১১ সালে।

পূর্বাশানিউজ/১৩সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি