মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্র বিক্রি করবে কানাডার কাছে ৫ বিলিয়ন ডলারের ফাইটার জেট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কানাডার কাছে মোট ১৮টি ‘এফ/এ ১৮এফ’ যুদ্ধবিমান বিক্রির ব্যাপারে কংগ্রেস’কে নোটিশ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। লেনদেনটির সামগ্রিক মূল্য প্রায় ৫.২৩ বিলিয়ন ডলার।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ১০টি ‘এফ/এ-১৮ই’ এবং ৮টি ‘এফ/এ-১৮এফ সুপার হর্নেট’ বিমান দেবে তারা। বিমানগুলোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অস্ত্রসজ্জাও চুক্তির অন্তর্ভুক্ত।

যুক্তরাষ্ট্র ভিত্তিক বিমান নির্মাতা বোয়িং এবং কানাডার মহাকাশ সংস্থা বোম্বার্ডিয়ার এর মধ্যে চলমান বিতর্কের কারণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই চুক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কানাডার বিরুদ্ধে বোয়িংয়ের অন্যায় ও আগ্রাসী বাণিজ্য ব্যবস্থা নিয়েছে। তাই আমরা চুক্তিটি পর্যালোচনা করে দেখছি।

তার এই বক্তব্য প্রকাশের কয়েক দিন পরে মার্কিন কর্তৃপক্ষ বিক্রয়ের ঘোষণা দিলো।

পূর্বাশানিউজ/১৩সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি