মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফের জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জাপানের ওপর দিয়ে ফের ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। জাপানকে সমুদ্রে ডুবিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করার পরে এ ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করলো দেশটি।

স্থানীয় সময় ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষেপণাস্ত্রটি ছোড়ে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্রটি সর্বোচ্চ ৭৭০ কিলোমিটার উচ্চতায় জাপানের ওপর দিয়ে গেছে এবং এটি তিন হাজার ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে।

এদিকে ক্ষেপনাস্ত্র নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন,‘উত্তর কোরিয়ার এ ধরণের আচরণ মেনে নেওয়া যায় না। দেশটির এই কর্মকাণ্ড বিশ্ব শান্তির বিরুদ্ধে মারাত্মক উসকানি। যা ভবিষ্যতে দেশটির জন্য ভালো কিছু বয়ে আনবে না।’

এর আগে উত্তর কোরিয়ার অব্যাহত ক্ষেপনাস্ত্র পরীক্ষার মধ্যে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতে সমর্থনের প্রেক্ষিতে জাপানকে ‘ডুবিয়ে দেওয়া’ ও যুক্তরাষ্ট্রকে ‘ছাইভস্ম ও অন্ধকারাচ্ছন্ন’ করার হুমকি দেয় কোরীয় উপদ্বীপের এই দেশটি।

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এ বিষয়ে পদক্ষেপ নিতে তিনি উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক অংশীদার চীন ও রাশিয়াকে আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহেও জাপানের ওপর দিয়ে ক্ষেপনাস্ত্র  নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া।

পূর্বাশানিউজ/১৫সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি