মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকস্থলীতে চুলের বল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:
এক তরুণীর পাকস্থলী থেকে চুলের গোছা অস্ত্রোপচার করে বের করলেন চিকিৎসকরা। মুম্বাইয়ের ঘাটকোপারের রাজওয়াড়ি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই তরুণী রাপানজেল সিনড্রোমে ভুগছিলেন। এ রোগে মানুষ নিজের মাথার চুল ছিঁড়ে খেয়ে নেয়। ফলে পাকস্থলী জমে যায়, ক্ষুধা কমে যায়, দ্রুত হারে ওজন কমতে থাকে, বমি, পেটের রোগ হয়। কখনও পিত্তে সংক্রমণ ঘটে হতে পারে রক্তপাতও। এ বিরল ধরনের রোগ গেল বছরের রেকর্ড অনুযায়ী প্রতি ১০০ জনের মধ্যে একজনের হয়।

ওই তরুণীরও কয়েক মাসে দ্রুত হারে ওজন কমছিল, ক্ষুধা কমে গিয়েছিল, বমি এবং পেটের রোগে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার ওজন ছিল মাত্র ৩০ কেজি এবং কিছুই খাচ্ছিলেন না। চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার পাকস্থলী থেকে ৭৫০ গ্রাম ওজনের চুলের বলটি বের করেন। প্রায় ২৫ সেন্টিমিটার লম্বা এবং ১২ সেন্টিমিটার চওড়া চুলের বলের লেজ ১০৩ সেন্টিমিটার লম্বা। লেজটি ওই তরুণীর অন্ত্রে ঢুকে গিয়েছিল। তবে অস্ত্রোপচারের পর তিনি এখন সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

সেপ্টেম্বর ১৬, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি