শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিঃশর্ত সংলাপের আহ্বান জানালেন কাতারের আমির


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :

উপসাগরীয় সংকটকে এবার বৈশ্বিক পর্যায়ে নিয়ে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

কাতারের ওপর চার আরব দেশের অবরোধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছে।
১৯৩ রাষ্ট্রের প্রতিষ্ঠান জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতার সময় কাতারের আমির এ সঙ্কট নিরসনের আহ্বান জানান। রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি পারস্পারিক শ্রদ্ধা বজায় রেখে তিনি এ সংলাপের কথা বলেন।

গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও রাহরাইন।

পূর্বাশানিউজ/২০সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি