শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রিটেনের এক-চতুর্থাংশ কিশোরী হতাশায় ভুগছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :

আগের প্রজন্মগুলোর তুলনায় ব্রিটেনের তরুণ প্রজন্ম বেশি হতাশায় ভুগছে। ১৪ বছর বয়সী ১০ হাজারের বেশি কিশোর-কিশোরীর ওপর জরিপ চালিয়ে ব্রিটেনের গবেষকরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
জরিপে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের বাবা-মায়ের সাক্ষাৎকারও নেয়া হয়েছে।

গবেষণায় দেখা যায়, কিশোরদের চেয়ে কিশোরীরা বেশি হতাশা-মানসিক চাপে ভোগেন। প্রতি চার জনে একজন কিশোরী হতাশায় আক্রান্ত। ছেলেদের ক্ষেত্রে এ হার কম। প্রতি ১০ জনে একজন কিশোর হতাশায় ভোগেন। তবে বাবা-মা ছেলেদের নিয়েই বেশি উদ্বিগ্ন থাকেন। মেয়েদের বিষয়টি খুব একটা বিবেচনায় নেন না।

গবেষকরা জানান, পরীক্ষার চাপ ও নিজের শারিরীক সৌন্দর্য্যের বিষয় নিয়ে বেশি হতাশায় ভোগেন কিশোর-কিশোরীরা। এছাড়া সামাজিক-আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকার পরিবারের ছেলে-মেয়েরা তুলনামূলকভাবে বেশি হতাশায় ভুগছে।

গবেষণায় নেতৃত্ব দেন লিভারপুুল বিশ্ববিদ্যালয়ের ডা. প্রভীথা পাতালয়। তিনি বলেন, ‘আগের সময়ের তুলনায় কিশোরীরা অনেক বেশি হারে হতাশায় আক্রান্ত হচ্ছে।

পূর্বাশানিউজ/২০সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি