শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩৮


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :

মেক্সিকোর মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ১৩৮ জন নিহত হয়েছে। ৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পে নিহতরা মোরেলস ও পুয়েব্লা রাজ্যের বাসিন্দা।

নিহতদের মধ্যে রয়েছে মোরেলোস রাজ্যে ৬৪ জন ও পুয়েবলো রাজ্যে ২৯ জন। এছাড়া মেক্সিকো সিটিতে ৩৬ জন ও মেক্সিকো রাজ্যে ৯ জন মারা গিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে একটার দিকে শহরের প্রায় ৫১ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভূত হয়। এতে আতঙ্কগ্রস্ত মানুষ রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের ফলে শহরের অন্তত ২০টি ভবন ধসে পড়ে আটকা পড়েছে অনেক মানুষ। ধসে পড়া ভবনগুলোর মধ্যে দুইটি স্কুলও রয়েছে। যেখানে অনেক শিশুদের আটকে পড়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মী এবং সাধারণ মানুষ ৪৪টি স্থানে উদ্ধারকাজ চালাচ্ছে।

কম্পনের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১০০ কিলোমিটার দূরে। মেক্সিকোতে এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ভূমিকম্প। এ মাসের শুরুতে ৮.১ মাত্রার আর একটি ভূমিকম্পে কমপক্ষে ৯০ জন নিহত হয়।

৩২ বছর আগে ১৯৮৫ সালে ভয়াবহ ভূমিকম্পে মেক্সিকোতে দশ হাজার মানুষ নিহত হয়েছিলো। সেই ঘটনার স্মৃতি মাথায় রেখেই মেক্সিকো সিটি জুড়ে বহু মানুষ মঙ্গলবারই এক ভূমিকম্প মহড়ায় অংশ নিয়েছিলো। এমনই সময় তারা আবার আরেকটি ভূমিকম্পের মুখোমুখি হলো।

পূর্বাশানিউজ/২০সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি