শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খাবার খেলেই গর্ভবতী!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সাবেক মডেল খাবার খেলেই প্রেগন্যান্ট হয়ে যান তিনি। অনেকেই ভাবছেন শারীরিক মিলন থেকে মহিলারা গর্ভবতী হন। তাহলে খাবার খেলে কী করে এটা হচ্ছে? আসল ব্যপারটা হল ইংল্যান্ডের ২৫ বছর বয়সী মডেল কার্লা ক্রেসি একটি বিরল রোগে আক্রান্ত৷ খাবার খেলেই তার পেটে ফুলে যায়৷ পেট ফাঁপা সমস্যায় বেশিরভাগ মানুষই ভুগে থাকেন৷ খাবারের অনিয়ম বা বদহজমের কারণে এই সমস্যা দেখা দেয়। কিন্তু কার্লার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম৷ পেট ফুলে এমন আকার যে তাকে দেখে গর্ভবতী মনে হয়৷ তাও আবার প্রায় আট-নয় মাসের গর্ভবতী মনে হয়৷

চিকিৎসকেরা জানিয়েছেন, বিরল এই রোগের নাম ফ্রোজেন পেলভিস ডিজিস। ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি সব এক জায়গায় এসে জড়ো হয়ে যায়৷ এক জায়গায় জড়ো হয়ে এমন আকার নেই যে মনে হয় গর্ভবতী৷ পাশাপাশি পেটের মধ্যে জ্বালা ও ব্যাথা করে। ইউটেরাসের ভিতরের বদলে বাইরে টিস্যু বাড়তে থাকে৷

জানা গেছে, বিশেষ কিছু ধরনের খাবার যেমন পাস্তা বা কফি খেলেই এই সমস্যায় ভোগেন তিনি৷ খাওয়ার প্রায় আধা ঘণ্টার মধ্যে পেট ফুলে যায়৷ সঙ্গে মাথা ব্যাথা, বমি, শরীরের বিভিন্ন জায়াগায় ব্যাথা শুরু হয়। এমনকি চোখে দেখতেও সমস্যা হয়৷ এর জেরে চিকিৎসকেরা তার ডায়েটে ফল, সবজি বেশি মাত্রায় খাবার পরামর্শ দিয়েছে৷ এছাড়াও তার পেটের মধ্যে একাধিক সিস্ট রয়েছে৷ অপারেশন করার পর কিছুদিনের স্বস্তি৷ তারপর আবার সিস্ট তৈরি হয় শরীরের ভিতরে৷ এর ফলে প্রত্যেক ছ’মাস অন্তর অস্ত্রোপচার করাতে হবে কার্লাকে৷ সারা জীবন তাকে এই অস্ত্রোপচার করে চলতে হবে৷

সেপ্টেম্বর ২৪, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি