শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চীনে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চীনে শনিবার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের মিয়াইয়াংয়ে ভূমিকম্পটি আঘাত হানে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক কারণে সিচুয়ান প্রদেশটি ভূমিকম্পপ্রবণ। গত আগস্টে সেখানকার প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৪৩১ জন। ২০০৮ সালের মে মাসে একই প্রদেশে এক ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

পূর্বাশানিউজ/০১ অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি