শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় : টিলারসনকে ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সরাসরি সতর্ক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি একটি টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করার অর্থ হলো সময় নষ্ট করা।’এবিষয়ে টিলারসনকে সময় অপচয় না করার পরামর্শ দিয়েছেন তিনি।

টুইটে ট্রাম্প বলেন, ‘নিজের কর্মশক্তি সঞ্চয় করো রেক্স, আমরা যা করার তা করবো’।

শনিবার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছিলেন, পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। এরপরই ট্রাম্প এই মন্তব্য করেন।

বর্তমান সময়ে উ:কোরিয়ার সঙ্গে ভালো সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ রাখুক। কিন্তু উত্তর কোরিয়া গত বেশ কিছুদিন ধরে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে । এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছিল যুক্তরাষ্ট্র । তবে প্রেসিডেন্ট ট্রাম্প আবারো এবিষয়ে নেতিবাচক মন্তব্য করায় মনে করা হচ্ছে,আলোচনা ফলপ্রসু নয়।

পূর্বাশানিউজ/০২ অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি