শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চিকিৎসাশাস্ত্রে নোবেল ৩ মার্কিন বিজ্ঞানীর


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মানবদেহের জৈবিক ঘড়ি নিয়ন্ত্রণে আণবিক সূত্র আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এবার চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন জেফরি সি হল, মাইকেল রসবাশ এবং মাইকেল ডব্লিউ ইয়ং।

স্থানীয় সময় সোমবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার কমিটি যৌথভাবে এই তিন মার্কিন নোবেল জয়ীর নাম ঘোষণা করে।

নোবেল কমিটি জানিয়েছে, জৈবিক ঘড়ি আমাদের নিদ্রাভ্যাস, খাবারদাবার, হরমোন নিঃসরণ ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

সুইডেনের ক্যারোলিনিস্কা ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, পুরস্কারের অর্থ হিসেব বিজয়ীরা ১১ লাখ ডলার (৯ মিলিয়ন ক্রোনা) পাবেন।

নোবেল কমিটির ভাষ্যে, তিন বিজ্ঞানীর ‘শরীরবৃত্তীয় মৌলিক মেকানিজমের এই আবিষ্কার’ চিকিৎসা শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। এর মাধ্যমে আমরা জানতে পারি, কিভাবে আমাদের কোষগুলো সময় মেনে চলে।

মানবদেহের ভেতরের ঘড়িকে বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিয়ে আসার জন্য তাদের চিকিৎসায় এ বছর নোবেল দেওয়া হলো। নোবেল কমিটি তিনজনের সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা চালিয়েছে। দু’জনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলেও মাইকেল ইয়ংকে ফোনে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

প্রত্যেক বছরের শুরুতে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল দেওয়া হয়।

ডিনামাইটের আবিষ্কারক ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের নামানুসারে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।

পূর্বাশানিউজ/০২ অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি