শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


লন্ডনে ফুটপাতে গাড়ি, আহত ১১


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:
লন্ডনে ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের বাইরে ফুটপাতের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে এক চালক। এতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। তাদের বেশির ভাগেরই মাথায় ও পায়ে আঘাত লেগেছে। তবে কেউই আশঙ্কাজনক নন। ওই গাড়ির চালককে জনগণের সহায়তায় আটক করেছে পুলিশ। তাকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে এটা কোনো সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়ে নিশ্চয়তা মেলে নি। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, শনিবার লন্ডনের ব্যস্ত পর্যটন এলাকায় ওই ঘটনা ঘটে। এতে বলা হয়, দুর্ঘটনায় পড়া গাড়িটি একটি মিনি ক্যাব। এটি উবারের সঙ্গে কন্ট্রাক্টে চলে। ঘটনার সময় এতে আরোহী ছিলেন একজন নারী। তিনিই বলেছেন গাড়িটি উবারের। এ ঘটনার পর এমনিতেই সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্ক লন্ডনে সতর্কতা বাড়ানো হয়েছে।

পূর্বাশানিউজ/০৮ অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি