রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের আলোচিত তরল কোকেন মামলার কার্যক্রম স্থগিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের সঙ্গে তরল কোকেন আনার আলোচিত মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। একই সঙ্গে মামলার কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

চট্টগ্রাম বন্দরে দায়ের হওয়া এই চাঞ্চল্যকর মামলায় খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেওয়া হয়। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম মনিরুজ্জামান কবির।

আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন জানান, মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং মামলা কেন বাতিল করা হবে না তা জানাতে রুল জারি করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল কালের কণ্ঠকে বলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

উল্লেখ্য, তরল কোকেন সন্দেহে গত বছরের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করে আটক করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে এই তেল পরীক্ষা করে কোকেনের অস্তিত্ব পাওয়া যায়। এ ঘটনায় গত বছরের ২৮ জুন নগরীর বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও সোহেলকে আসামি করে মামলা করেন।

পরে র‌্যাব-৭-এর একটি দল গত ১৫ জানুয়ারি অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে।

পূর্বাশানিউজ/০৯অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি