শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ বিএনপির সঙ্গে ইসির বৈঠক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:
নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ (রোববার/১৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপসূচি অনুযায়ী বেলা ১১টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য থেকে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতাদের ১৭ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত থাকবেন।

এদিকে সংলাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে গতরাতে বৈঠক করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অংশ নেন।

বিএনপির সংলাপে অংশগ্রহণকে ইতিবাচক বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। গতকাল রাজধানীতে ভোটার নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি বলেন, আমি বিশ্বাস করি, আশা করি বিএনপি নির্বাচনে আসবে। এর আগেও তারা ব্যক্তিগতভাবে অথবা আনুষ্ঠানিকভাবে আমার সঙ্গে দেখা করেছেন, তখন তারা নির্বাচনে আসার কথা নিশ্চিত করেছেন।

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা পরিষ্কার বলে দিয়েছি এই নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। জিজ্ঞেস করবেন, আপনারা যাচ্ছেন কেন? এ ছাড়া তো এই মুহূর্তে আমাদের কাছে বিকল্প কিছু নেই। আমরা নির্বাচন কমিশনের কাজগুলো সমন্বয় করতে চাই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, রীতিনীতি-নিয়ম যা আছে, আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চাই। তিনি বলেন, আমরা কমিশনকে বলতে চাই, তুমি সঠিকভাবে চলো। সংবিধান তোমাকে যে দায়িত্ব ও ক্ষমতা দিয়েছে, তাতে তুমি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, যারা এ দায়িত্বে আসেন তারা এত বেশি বশংবদ হয়ে যান যে নিজেদের ক্ষমতাটার চর্চা করতে পারেন না।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আমরা ইলেকশন কমিশনের সংলাপে যাচ্ছি। সেখানে আমাদের বক্তব্য লিখিত আকারে উপস্থাপন করব। যে কথাগুলো আমরা এতদিন ধরে বলে আসছি, সেই কথাগুলো আমরা বলব। নাউ ইট ইজ দ্যা টার্ন অব ইলেকশন কমিশন। এখন তারা কীভাবে রিঅ্যাক্ট করবেন, সেটা তাদের দায়িত্ব।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ যারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন তারা হলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ও দলের নির্বাচন সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সিনিয়র নেতা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির প্রস্তাবের মধ্যে যে বিষয়গুলো গুরুত্ব পাবে তার মধ্যে রয়েছে- নির্বাচন কমিশন শক্তিশালী করতে গণপ্রতিনিধিত্ব আইনের (আরপিও) কয়েকটি ধারা সংশোধন, নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাস ও নির্বাচনকালীন সময়ে প্রতিরক্ষা বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে সব নির্বাচনী এলাকায় মোতায়েন, নির্বাচন কমিশন শক্তিশালী করতে কমিশনের নিরপেক্ষতা নিশ্চিতকরণ, কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিতকরণের মতো বিষয়গুলো। এ ছাড়া ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদকরণ, নতুন ভোটার নিবন্ধিকরণ, প্রবাসী ও কারাবন্দি রাজনৈতিক নেতাকর্মীদের ভোটার করার বিষয়ে প্রস্তাব থাকবে। সূত্র জানায়, প্রস্তাবে প্রার্থী ও পোলিং এজেন্টদের ছবিযুক্ত ভোটার তালিকা সরবরাহ, নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয়ার কথা থাকবে। নির্বাচনের কমপক্ষে এক সপ্তাহ আগে আন্তর্জাতিক সংস্থা, বিদেশি পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি পর্যবেক্ষকদের নাম ও তালিকা প্রকাশ করতে হবে। প্রস্তাবনায় রাজনৈতিক দলের প্রকাশ্যে আনুগত্য পোষণকারী কোনো প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক না করার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হবে। বিশেষ করে নির্বাচনে গণমাধ্যমে স্বাধীনভাবে দায়িত্বপালনের সুযোগ নিশ্চিত করতে হবে।

সূত্র জানিয়েছে, সংলাপে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক দলের প্রতি প্রকাশ্য আনুগত্য পোষণকারী কর্মকর্তাদের চিহ্নিত করে অতিসত্বর প্রত্যাহার করে নেয়াসহ প্রত্যাহারকৃত কর্মকর্তাদের যেকোনো ধরনের নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত রাখা ও রাজনৈতিক মতাবলম্বী প্রেষণে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব না দেয়ার কথা বলা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার সময় মাঠ পর্যায়ে কর্মরত জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ করতে হবে। নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে নতুন সরকার দায়িত্ব গ্রহণ পর্যন্ত সরকারের স্বরাষ্ট্র, অর্থ, তথ্য, জনপ্রশাসন, স্থানীয় সরকার, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, পররাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখার প্রস্তাব থাকবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে গত ৩১শে জুলাই সংলাপ শুরু করে ইসি। প্রথম সংলাপ করে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে। এরপর গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দুইদিনব্যাপী সংলাপ হয়। গত ২৪শে আগস্ট থেকে শুরু হয় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ। ১৮ই অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলের সংলাপ শেষ হবে। এ ছাড়াও নারী সংগঠন, পর্যবেক্ষণ সংস্থা ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে চলতি অক্টোবর মাসেই সংলাপ শেষ করবে ইসি।

পূর্বাশানিউজ/১৫অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি