রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যৌন হয়রানির ঘটনায় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

যৌন হয়রানির দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালন। ১৫ বছর আগে তিনি সাংবাদিক ও রেডিও উপস্থাপিকা জুলিয়া হার্টলি-ব্রুয়ারের হাঁটু অশোভনভাবে স্পর্শ করেছিলেন।
মঙ্গলবার বিষয়টি স্বীকার করেন তার জন্যও ক্ষমা চেয়েছেন মাইকেল ফ্যালন।

তিনি এমন এক সময়ে পদত্যাগ করলেন, যখন ব্রিটেনের বেশ কিছু সংসদ সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ফ্যালন হচ্ছেন প্রথম রাজনীতিবিদ যিনি পদত্যাগ করলেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘অতীতে আমার কিছু আচরণসহ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন এমপি’র বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এসব অভিযোগের অনেকগুলোই মিথ্যা। কিন্তু আমি স্বীকার করছি যে অতীতে আমার আচরণ সর্বোচ্চ মানের তুলনায় ঘাটতি ছিল। ‘

পূর্বাশানিউজ/০২ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি