বুধবার,১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘এবারের নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি দলটাই আর থাকবে না’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের এবারের সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ না করলে দলটির আর কোন অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সন্ধ্যায় কলকাতার মোহরকুঞ্জে সপ্তম বাংলাদেশ বইমেলার উদ্বোধনের ফাঁকে এসব কথা বলেন বাংলাদেশের অর্থমন্ত্রী।

শেখ হাসিনা সরকারের অধীনে ভোট মানবেন না বলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যে দাবি করেছিলেন সেই প্রেক্ষিতেই অর্থমন্ত্রীর এই মন্তব্য।
বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ নিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন ‘সরকারের দৃষ্টিভঙ্গি হলো তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। কারণ আমরা মনে করি এবার যদি বিএনপি অংশ গ্রহণ না করে তবে এই দলটাই থাকবে না। নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি’র কোন উপায় নেই, আমাদের সংবিধান অনুযায়ী একটা তত্ত্বাবধাযক সরকার হয় গতবারও সেটা হয়েছে, আমরা সেটা দেখিয়েছি যে এটা সত্যিকারের তত্ত্বাবধায়ক সরকার’।

তিনি আরও বলেন ‘অতীতে সবকয়টি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া, আমাদেরটা সেরকম ছিল না’।

সম্প্রতি ঢাকার সোহরাবর্দি উদ্যানে একটি সমাবেশ থেকে খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়। তাঁর অভিযোগ ছিল দেশে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রয়োজন। হাসিনার অধীনে কোন নিরপেক্ষা নির্বাচন হতে পারে না।

তাঁর দল নির্বাচনের ‘সহায়ক সরকার’ গঠনের দাবিতে আন্দোলন করবে বলেও ঘোষনা দিয়েছিলেন খালেদা।
প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারী আগের নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করে বিএনপি ভোট বয়কট করে। তাতে এক রকম বিনা প্রতিদ্বন্দিতায় আওয়ামী লীগ জোট ক্ষমতায় আসে। সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও কোন কোন মহল প্রশ্ন তুলেছিল।

এদিকে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশের রংপুরে হিন্দুদের ওপর যে হামলা হয়েছে এদিন তারও তীব্র নিন্দা করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী। তিনি বলেন ‘বাংলাদেশে আক্রমণ হয়। তার অর্থ সাম্প্রদায়িকতার যে অত্যাচার তার থেকে এখনও মুক্তি হতে পারিনি। এটা অত্যন্ত দু:খজনক এবং এটাও স্বীকার করতে হবে যে প্রত্যেকটি আক্রমণের পরপরই সরকার কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে’।

বাংলাদেশের অর্থমন্ত্রী ছাড়াও এদিনের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, দিল্লির বাংলাদেশ হাইকমিশনার সেয়দ মোয়াজ্জেম আলি, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, কলকাতা বুক সেলার্স এন্ড পাবলিশার্সের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির তরফে মাজাহারুল ইসলাম।

প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই বইমেলা। শনিবার ও রবিবার মেলা চলবে ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলার প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতি অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করবেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীরা। মেলায় স্টলের সংখ্যা থাকছে ৫১টি। আগামী ২৩ তারিখ পর্যন্ত চলবে এই বইমেলা।

পূর্বাশানিউজ/১৬ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি