রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শাহজালালে কম্বলের ভেতরে ৩ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক


শাহজালালে কম্বলের ভেতরে ৩ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানব্দরে কম্বলের ভেতর থেকে ৩ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আলম (৪৫) নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। এ সময় তার কাছ থেকে ৬ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। যা ৫৮টি স্বর্ণবারে পাওয়া যায়।
বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে সোমবার সকাল সাড়ে ১০টায় এসব স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের ইনচার্জ সহকারী কমিশনার (এসি) সাইদুল ইসলাম আমাদের সময় ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ৩ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আলম নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।
ওই যাত্রীর বরাত দিয়ে তিনি জানান, ওই যাত্রী পেশায় একজন কনস্ট্রাকশন শ্রমিক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
তিনি আরো জানান, ওই যাত্রী বাহরাইন থেকে গলফ এয়ারের জিএফ ২৪৮ ফ্লাইটে বিমানবন্দরে সকাল ৯টা আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে তাকে স্ববর্ণবহনের কথা জিজ্ঞাসা করলে তিনি তা যথারীতি অস্বীকার করেন। পরে ব্যাগেজ স্ক্যান করে কম্বলের ভিতর থেকে ৫৮ পিস স্বর্নবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট স্বর্ণেের ওজন ৬ কেজি ৭০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩কোটি ৩৫লক্ষ টাকা।
জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানায়, একই এলাকার পরিচিত বন্ধু হায়দার তাকে কম্বলটা দেয়। হায়দারের বাহরাইনে সাইকেল মেরামতের দোকান আছে।
উক্ত আসামিকে ফৌজদারি মামলা দায়েরপূর্বক বিমানব্দর থানায় সোপর্দ করা হবে বলেও কাস্টমস হাউজের সহকারী কমিশনার জানান।

পূর্বাশানিউজ/২০ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি