রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এমপিকে নিয়ে আ.লীগে ক্ষোভ, সুযোগ নিতে চায় বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়া-৪ আসনে (কুমারখালী-খোকসা) আওয়ামী লীগ কোন্দলে জর্জরিত। নৌকার প্রার্থী হয়ে আবদুর রউফ এমপি হলেও তার সঙ্গে দলের তৃণমূল নেতাকর্মীদের সম্পর্ক নেই বললেই চলে। এমপির সঙ্গে জেলার প্রভাবশালী নেতাদের দা-কুমড়া সম্পর্ক। গত নির্বাচন থেকেই এই বিরোধ শুরু হয়। নেতাকর্মীদের বড় একটি অংশের অভিযোগ, এমপি হওয়ার পর থেকে আজ অবধি দলীয় কর্মসূচিতে রউফকে পাওয়া যায়নি।

কোন্দলের কারণে এ আসনে নির্বাচনে বারবার হোঁচট খেয়েছে আওয়ামী লীগ। বিরূপ পরিস্থিতি মোকাবিলা করেও দলের প্রার্থীরা ১৯৯১, ২০০৮ ও ২০১৪ সালে জয়লাভ করেন। আর কোন্দলের কারণে ১৯৯৬ এবং ২০০১ সালে দলের প্রার্থীরা পরাজয়বরণ করেন। এ দুবারই বিজয়ী হন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। ১৯৯৬ সালে আবদুর রউফের বিরোধিতার কারণে আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন তরুণ পরাজিত হন সৈয়দ মেহেদী আহমেদ রুমীর কাছে। আবুল হোসেনের মৃত্যুর পর ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সুলতানা তরুণ (আবুল হোসেন তরুণের স্ত্রী) পরাজিত হন দলের বিদ্রোহী প্রার্থী আবদুুর রউফের কারণে। অবশ্য ২০০৮ সালে আবদুুর রউফের বিরোধিতা সত্ত্বেও সুলতানা তরুণ জয়লাভ করেন।

নির্বাচনকে সামনে এমপি আবদুুর রউফ ও সাবেক এমপি সুলতানা তরুণসহ অন্তত অর্ধডজন নেতা আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সদরউদ্দিন খান, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান নেতা মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি ও সুপ্রিমকোর্টের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবদুুল বারী, কুমারখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা সামছুজ্জামান অরুণ, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান খান ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুফি ফারুক ইবনে আবু বকর।
এদিকে সরকারি দলের কোন্দলের সুযোগকে কাজে লাগাতে চায় বিএনপি। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে শক্ত অবস্থানে আছেন সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি ছাড়াও দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে আছেন কুমারখালী উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম প্রামাণিক আনসার।

২০১৪ সালের নির্বাচনে আবদুুর রউফ আওয়ামী লীগের মনোনয়ন পান। এতে বেঁকে বসেন তৃণমূল নেতাকর্মীরা। তারা খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ সদরউদ্দিন খানকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করান। নির্বাচনে আবদুর রউফ পান ৬১ হাজার ভোট, আর সদরউদ্দিন খান পান ৫৯ হাজার ভোট। মাত্র দুই হাজার ভোটের ব্যবধানে জয়ী হন আবদুর রউফ। কিন্তু তার একলা চলা নীতির কারণে এবার দল থেকে নতুন প্রার্থী দিতে তৃণমূল নেতাকর্মীরা হাউকমান্ডের কাছে অনুরোধ জানিয়েছেন। এ ক্ষেত্রে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ সদরউদ্দিন খানের নাম উচ্চারিত হচ্ছে বেশি। এ ছাড়া আবদুর রউফের বড় ভাই সুপ্রিমকোর্টের আইনজীবী মুক্তিযোদ্ধা আবদুুল বারীও অবস্থান নিয়েছেন তার বিরুদ্ধে।

অ্যাডভোকেট আবদুল বারী বলেন, গতবার জননেত্রীকে অনেক অনুরোধ করে ওকে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করেছিলাম; কিন্তু নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করেছে সে। নানা কারণে এবার দুই উপজেলার মানুষ রউফের ওপর চরম ক্ষুব্ধ। তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুর হাতে হাত দিয়ে রাজনীতি শুরু করেছিলাম। তাই কোনো অসৎ ব্যক্তিকে সমর্থন করতে পারি না।

কুমারখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান বলেন, এমপি আবদুর রউফের কারণে কুষ্টিয়া-৪ আসনে আওয়ামী লীগ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার তাকে মনোনয়ন দিলে দল নিশ্চিত পরাজয়বরণ করবে।

খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার বলেন, আবদুুর রউফকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলে নৌকার ভরাডুবি হবে। আলহাজ সদরউদ্দিন খান মনোনয়ন পেলে বিএনপির প্রার্থী ধারেকাছেও আসতে পারবেন না।

কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ বলেন, নানা কারণে দলীয় নেতাকর্মীসহ ভোটারদের কাছে এমপি আবদুর রউফের গ্রহণযোগ্যতা নেই। আগামী নির্বাচনে প্রার্থী বদল অপরিহার্য।

আগামী নির্বাচনী ভাবনা নিয়ে এমপি আবদুুর রউফের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আলহাজ সদরউদ্দিন খান বলেন, বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবার দলীয় নেতাকর্মী রয়েছে আমার সঙ্গে। আশা করছি দল আমাকে এবার মনোনয়ন দেবে। মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর বলেন, আমি আশাবাদী জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে আমাকেই মনোনীত করবেন।

সৈয়দ মেহেদী আহমেদ রুমী দুঃসময়ে বিএনপির হাল ধরেছেন। সব ভয়ভীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে মাঠে তৎপর তিনি। প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন গণসংযোগ করছেন সাবেক এই এমপি। বাড়ি বাড়ি গিয়ে সব বয়সী মানুষের দোয়া নিচ্ছেন। রুমী বলেন, আওয়ামী লীগ কখনই গণতন্ত্রে বিশ্বাস করেনি। তারা একনায়কতন্ত্র কায়েম করে সরকার পরিচালনা করতে চায়। আগামীতে একদলীয় নির্বাচন করতে চাইলেও দেশে আর একদলীয় নির্বাচন হবে না। তিনি আরও বলেন, ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে বিএনপি প্রার্থীর বিজয় কেউ ঠেকাতে পারবে না।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু) থেকে প্রচার চালিয়ে যাচ্ছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রকোনুজ্জামান রোকন। তিনি এলাকায় গণসংযোগ করছেন। রোকন বলেন, দল থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। তাই তৃণমূলকে সংগঠিত করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পূর্বাশানিউজ/২৪ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি