রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘বিএনপি ও জাতীয় পার্টির হাত ধরে ধর্মান্ধতার রাজনীতি শুরু হয়’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে তারই খুনী মোশতাকের সাথে মিলে তার সহকর্মীরা মন্ত্রী সভায় অংশ নিয়েছে। এটি জাতি, দেশ, আওয়ামী লীগের জন্য লজ্জার। আমরা সেই বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করতে পারিনি। সেই পাপ আজও আমরা বয়ে বেড়াচ্ছি। জাতি বয়ে বেড়াচ্ছে।

জিল্লুর রহমানের উপস্থাপনায় চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান তৃতীয় মাত্রায় তিনি একথা বলেন।

অসীম কুমার উকিল বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে তারই খুনী মোশতাকের সাথে মিলে তার সহকর্মীরা মন্ত্রী সভায় অংশ নিয়েছে। এটি জাতি, দেশ, আওয়ামী লীগের জন্য লজ্জার। আমরা সেই বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করতে পারিনি। সেই পাপ আজও আমরা বয়ে বেড়াচ্ছি। জাতি বয়ে বেড়াচ্ছে। জাতির পিতাকে হত্যার পরে মোশতাককে সামনে রেখে কারা কলকাঠি নাড়ছিল ৭ই নভেম্বর সামনে চলে আসে। যখন জিয়াউর রহমান সাহেব মঞ্চে অধিষ্ঠিত হয়েছে। তারপরে যারা জাতির পিতার হত্যাকারী তাদের সাথে বিএনপির অবস্থান কি ছিল? জিয়াউর রহমান সাহেব যত দিন ক্ষমতায় ছিলেন। তারপরে দীর্ঘ চরাই-উতরাই পার হয়ে যখন আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করলাম। তখন কি ভূমিকা ছিল বিএনপির। বিএনপি হত্যাকারীদের আশ্রয় দিয়েছে। তারা হত্যার নিন্দা করেনি। হত্যাকারীদের পুরস্কৃত করেছে। সব মিলিয়ে হত্যাকারীদের সাথে নিয়ে চলেছে।

১৫ আগস্ট নিয়ে দেশে যে নোংরা রাজনীতি হয়েছে। বিএনপির নেত্রীর জন্মদিন পালন। এগুলো নিয়ে রাজনীতিক অঙ্গনে অনেক কাদাছোড়াছোড়ি হয়েছে।

বঙ্গবন্ধুর হত্যার পরে এদেশে বিএনপি ও জাতীয় পার্টির হাত ধরে ধর্মান্ধতার রাজনীতি শুরু হয়েছে। ধর্মান্ধতার রাজনীতি মাধ্যমে সারা দেশে যা শুরু হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুরা বারবার আক্রান্ত হচ্ছে। আমাদের সরকার এগুলো নিমূলে কাজ করছে। কিন্তু রাতারাতি আর পাল্টানো সম্ভব না। আমরা চেষ্টা করছি। কোন দলের প্রধান যদি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলো ধ্বনি শোনা যাবে। কিভাবে একটি দলের প্রধান এভাবে ধর্মীয় বিষয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়। তার বিপরীতে আওয়ামী লীগ সম্প্রদায়িকতার সেতুবন্ধের রাজনীতি করছে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় ধর্মীয় সংখ্যালঘুদের পাশে এসে দাঁড়িয়েছে।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি