রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শোভাযাত্রায় অংশ নেওয়ায় জামায়াত নেতাকে মারধর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বগুড়ার ধুনট উপজেলায় আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতের সাবেক আমির রেজাউল করিম বাচ্চুকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে এ ঘটনা ঘটে। সূত্র : দৈনিক আমাদের সময়

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সকাল ৯টা থেকে ওই শোভাযাত্রায় অংশ নিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে উপস্থিত হন জামায়াত নেতা রেজাউল করমি বাচ্চু। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধর করতে থাকলে তিনি দৌড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আশ্রয় নেন। পরে সেখান থেকে পুলিশ পাহারায় তাকে পারধুনট গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে রেজাউল করিম বাচ্চু বলেন, সরকারি কর্মসূচি পালনের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অপেক্ষা করছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ওপর হামলা চালায়।

ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বসে আনন্দ শোভাযাত্রায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন রেজাউল করিম বাচ্চু। বিষয়টি টের পাওয়ার পর তাকে চেয়ারম্যানের কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। মারধরের ঘটনা সঠিক নয়।

ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ধুনট ইউএনও রাজিয়া সুলতানা বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারধরের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য থানার পুলিশকে বলা হয়েছে।

পূর্বাশানিউজ/২৬ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি