রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সিটি করপোরেশন নির্বাচন ইসি-সরকারের জন্য অগ্নিপরীক্ষা: খন্দকার মোশাররফ


সিটি করপোরেশন নির্বাচন ইসি-সরকারের জন্য অগ্নিপরীক্ষা: খন্দকার মোশাররফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিটি করপোরেশন নির্বাচন ইসি ও সরকারের জন্য একটি অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। এটা জেনেও আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছি। ভবিষ্যতেও করবো। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এর ধারাবাহিকতায় আমরা রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছি। আর এই নির্বাচনকে আমরা অত্যান্তু গুরুত্বপূর্ণ মনে করছি। কারণ এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে হচ্ছে। এই সিটি করপোরেশন নির্বাচনগুলোর মধ্যে দিয়ে আমরা দেখতে চাই, নির্বাচন কমিশন ও সরকারের কি আচারণ। সুতরাং সিটি করপোরেশন নির্বাচন ইসি ও সরকারের জন্য একটি অগ্নিপরীক্ষা। এই নির্বাচনগুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এরপর আমাদের নেত্রী খালেদা জিয়া নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন। যদি আমরা দেখি সরকার আবারও ৫ জানুয়ারির নির্বাচনের পথে হাটছে, জনগণ এবার সে পথে জাটতে দেবে না। জনগণ রাস্তায় নেমে, তাদের দাবি ও ভোটাধিকার আদায় করে নির্বাচনে যাবে। আমরা জনগণের সাথে থাকবো। ইতিমধ্যে জনগণ এই সিগনাল দিয়েছে, তারা নিজের হাতে ভোট দিতে পারলে খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনবে- বলেন মোশররফ।

‘গুম, খুন ও নির্যাতন বন্ধের দাবি’ শীর্ষক এ সেমিনারে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ২০০৯ থেকে এ পর্যন্ত ৪ শত’র অধিক গুম হয়েছে। প্রতিটি গুম সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে হয়েছে। আর এই গুমগুলো সরকারের উচ্চ পর্যায় থেকে রাষ্ট্রীয় যন্ত্র ও রাষ্ট্রীয় বাহিনী করে করা হয়েছে। রাষ্ট্রীয় যন্ত্রের সরাসরি হস্তক্ষেপে এই গুম হয়েছে, এটা প্রমাণিত। সুতরাং সরকারের পক্ষ থেকে সাফাই দেওয়ার কোন কারণ নেই যে, যারা গুম হয়েছে তারা ইচ্ছাকৃত গুম হয়েছে।

২০০৯ সাল থেকে এপর্যন্ত দেড় হাজারও অধিক মানুষ বিচারবহিভূর্ত হত্যার স্বীকার হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার এটা কি করে অস্বীকার করবেন?

অন্যদেশে গুম হয় এদেশেও হয়- প্রধানমন্ত্রীে এই বক্তব্যে উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গুম করা হয়। আর অন্যদেশে সেটা হয় না। সুতরাং প্রধানমন্ত্রী অসত্য বলে জনগণের সাথে প্রতারণা করেছেন। অন্য দেশে গুম ও এদেশে গুম হওয়ার মধ্যে তফাত অনেক। সুতরাং জনগণকে বিভ্রান্ত করার অধিকার আপনার নেই- প্রধানমন্ত্রীকে বলেন তিনি।

গুমের প্রসঙ্গ টেনে সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এত বড় অন্যায় আপনারা করেছেন যে, এটার মাফ পাবেন না। এটা যেমন জনগণের সহ্য হবে না তেমনি আল্লাহ’রও সহ্য করবেন না।

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে রোহিঙ্গাদের মত অবস্থা হবে- দলটির নেতাদের এই বক্তব্যে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী না হলে, কেউ বলে ৫০ হাজার, কেউ বলে ৫ লাখ আবার কেউ বলে ৩০ লাখ প্রাণ হারাবে। তারা এটা কেনো বলে? কারণ তারা যানে, তারা গুম, খুন ও নির্যাতন করেছেন। এই কারণে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভয় পায়।

গুম হওয়া পরিবারের মত সাধারণ মানুষও আজ বর্তমান সরকারের প্রতি বিক্ষুব্ধ বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ।

আওয়ামী লীগ আগামী নির্বাচনে সবচেয়ে বড় বাধা মন্তব্য করে তিনি বলেন, তারা জনগণকে ভয় পাচ্ছেন। কারণ কারা গুম, খুন ও নির্যাতন করছে। এই কারণে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে বড় বাধা।

আয়োজক সংগঠনের সভাপতি শাহনাজ আকতার রানু’র সভাপতিত্বে এ সেমিনারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান প্রমুখ বক্তব্যে রাখেন।

পূর্বাশানিউজ/২৬ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি