শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নৌবাহিনীকে আধুনিক অস্ত্রে সজ্জিত করতে সব কিছু করবে ইরান


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৭


ডেস্ক রিপোর্ট :

নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে সমস্ত নৌবাহিনীকে আধুনিক অস্ত্রে সজ্জিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
এমনটাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

তিনি বলেন, এই প্রচেষ্টার কারণে ইরানের নৌবাহিনী সক্ষমতা অর্জন করেছে এবং জরুরি পরিস্থিতিতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার মতো অবস্থায় রয়েছে।

জেনারেল হাতামি আরও জানান, ইরানি নৌবাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সর্বাত্মক সমর্থন দেবে। পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখাকেও সমর্থন দেওয়া হবে।

প্রসঙ্গত, ইরানের নৌবাহিনী হচ্ছে নিয়মিত সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা।

পূর্বাশানিউজ/৩০ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি