শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৭

ডেস্ক রিপোর্ট:

রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা ও বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটি জেলায় সকাল সন্ধ্যা হরতাল চলছে।

সকাল থেকে শুরু হওয়া এ হরতালে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ উপজেলা সদরের উদ্দেশে ছেড়ে যায়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ (পিপিএম) বলেন, কোথায় কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে হরতাল পালন হচ্ছে। শহর অভ্যন্তরে চলাচলের একমাত্র বাহন সিএনজি অটোরিক্সা চলাচলও বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে রাঙামাটির জুরাছড়ির দেবাছড়ি এলাকায় অরবিন্দু চাকমাকে (৪০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

পূর্বাশানিউজ/০৭ ডিসেম্বর ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি