রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রংপুর সিটিতে বিপুল ভোটে জেতার আশা এরশাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ের আশা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর সেখানে ‘বিপুল ভোটে’ জয়ী হওয়ার পরই আগামী জাতীয় নির্বাচনের জন্য দলের তৎপরতা শুরুর কথা জানিয়েছেন তিনি।

রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় পার্টির নেতৃত্বে ‘সম্মিলিত জাতীয় জোট’ এর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরশাদ। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির নিন্দা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এরশাদ বলেন, ‘বর্তমানে আমাদের যে জনপ্রিয়তা ও যে অবস্থা তাতে রংপুরের নির্বাচনে আমরা জিতব এবং বিপুল ভোটে জিতব।’

‘রংপুরের নির্বাচনে জয়ী হওয়ার পর আমাদের কার্যক্রম শুরু হবে। তোমরা দেখবে জাতীয় পার্টির জনপ্রিয়তা কত!’

আগামী ২১ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে এরশাদের নিজ এলাকা রংপুর সিটি করপোরেশনে এখন চলছে ভোটের জোর প্রচার। এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত নির্বাচনে জয়ী সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে, জাতীয় পার্টি গোলাম মোস্তফাকে এবং বিএনপি কাওসার জামান বাবলাকে প্রার্থী করেছে।

নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। দলের সিদ্ধান্ত না মানায় গত ৮ ডিসেম্বর তাকে বহিষ্কার করেছ জাতীয় পার্টি।

এ বিষয়ে এরশাদ বলেন, ‘আমার কাছে আমার দল বড়। এখানে আমার আপন ভাই, ভাতিজা বা অন্য যে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে।’

সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নতুন জোট যুক্তফ্রন্ট এর আত্মপ্রকাশকে কীভাবে দেখছেন-এমন প্রশ্নে এরশাদ বলেন, ‘একশটা জোট হতে পারে তো আমার কী? আমরা আমাদের নিজেদের জায়গায় আছি।’

ট্রাম্পবিরোধী বিক্ষোভের ডাক

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাহারের দাবিতে আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভেরও ডাক দেয়া হয় সংবাদ সম্মেলনে।

এরশাদ বলেন, ‘জাতিসংঘ যেখানে ইসরাইলকে জেরুজালেমসহ দখলকৃত আরব ভূখণ্ড ছেড়ে দেয়ার দাবি জানায়, সেখানে গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র জেরুজালেমকে অবৈধভাবে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমি জাপার পক্ষ থেকে এই ঘৃণ্য ঘোষণার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাই।’

পূর্বাশানিউজ/১০ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি