শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাহসী সেই দুই শিশুকে রেল বিভাগের সংবর্ধনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামী একটি তেলবাহী ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন শিহাব ও টিটন নামের দুই শিশু। এই সাহসী এবং বুদ্ধিমত্তার পরিচয় দেয়ার জন্য রেলওয়ের পাবনার পাকশী বিভাগীয় অফিস ঐ দুই শিশুকে সংবর্ধনা প্রদান করেছে।

দুই সাহসী শিশু হলেন, বাঘা উপজেলার ঝিনা গ্রামের সুমন আলীর ছেলে সিহাব রহমান (৬)ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে টিটোন আলী (৭) ।  তারা দুজন ঝিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

বুধবার বেলা ১টার দিকে বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের সম্মুখে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পাকশী রেলওয়ে বিভাগের পক্ষ থেকে শিশু দুটিকে ১৩,৫০০ টাকা করে নগদ অর্থ সহ সাহসী ভূমিকা রাখার জন্য তাদেরকে ক্রেষ্ট প্রদান ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগের নেতারা দুই শিশুকে ৫০০০ টাকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ে বিভাগের ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার তালুকদার, ডিএসটিই আবুহেনা মোস্তফা আলম, ডিটিও শওকত আমিল মোহসিন, এটিও পাকশী মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর রাজশাহী বাঘায় ৩২টি বগির একটি তেলবাহী ট্রেন তেল নিয়ে খুলনা দিকে যাত্রা করছিলো। বাঘা উপজেলার আড়ানী ষ্টেশনের ৪০০ মিটার পূর্বে রেল লাইন ভাঙা দেখে স্থানীয় দুই শিশু নিজের শরীরের একটি লাল মাফলার নিয়ে উচু করে উড়াতে থাকে। ট্রেনের চালক শিশু দুইটির লাল কিছু উড়ানো দেখে ট্রেনটি থামিয়ে দেয়।

বিষয়টি নিকটস্থ স্টেশনে জানানো হলে ষ্টেশন মাষ্টার নিশ্চিত করেন রেল লাইন ভাঙা রয়েছে। তখন ট্রেনটি থামিয়ে দেয়া হয়।

পূর্বাশানিউজ/২০ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি