শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এবি ব্যাংকের সাবেক এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ চলছে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী ও হেড অব ফিনান্স আবু হেনা মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার সকাল ৯টার দিকে দুদক কার্যালয়ে উভয়ে উপস্থিত হলে সাড়ে ৯টার দিকে কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এর আগে গত বৃহস্পতিবার সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া অর্থ পাচারের অভিযোগে আগামী ২ জানুয়ারি ব্যাংকটির আরও পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করে দেশ থেকে প্রায় ৩০০ কোটি টাকা পাচার করেছেন। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এবি ব্যাংকের কর্মকর্তাদের অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করছেন।

পূর্বাশানিউজ/৩১ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি