রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছাত্রদলের সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র সমাবেশস্থলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চত্বরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি শুনেছেন বলে নিশ্চিত করেছেন ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হোসেন।

মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠেয় এ ছাত্র সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

এ নিয়ে অভিযোগ এনে ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হোসেন বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে আজ বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন। কিন্তু তিনি আসার ঠিক আগ মুহূর্তে উস্কানি দিতে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

রমনার থানার ডিসি মারুফ হোসেন সর্দার বলেন, বিকেলে ছাত্রদলের প্রোগ্রামের কথা রয়েছে। গতকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা কাজকর্ম করছে। ধারণা করা হচ্ছে তাদের দলীয় কোন্দলের কারণে এ ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি জানা যাবে।

পূর্বাশানিউজ/০২ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি