রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শপথের পর পরই দুই নেতার মারামারিতে বিব্রত মন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

মঙ্গলবার সন্ধ্যায় অন্য তিন জনের সঙ্গে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে শপথ পড়েন শাহজাহান কামাল। এ সময় তাদের স্বজনরা বঙ্গভবনের ভেতরে এবং অনুসারীরা ছিলেন বঙ্গভবনের বাইরে।

লক্ষ্মীপুরবাসীর জন্য এই দিনটি আনন্দের এই কারণে যে, ২০০৯ সাল থেকে এই প্রথম তারা মন্ত্রী পেলো। শাহজাহানের সমর্থকরা তাই ছিল একটু বেশিই উৎফুল্ল।

বঙ্গভবনে শপথ অনুষ্ঠান চলার সময়ই কয়েকজন নেতা-কর্মী নিয়ে ফুল হাতে হাজির হন রাষ্ট্রপতির বাসভবনের সামনে।  এদের মধ্যে ছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মনির চৌধুরী এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজাদ ভূঁইয়া।

শাহজাহান কামাল বঙ্গভবনের প্রধান ফটক দিয়ে বের হয়ে সাংবাদিকদের সামনে আসার সময় দুই নেতাই তাকে ফুল দেওয়ার চেষ্টা করেন। প্রথমে ফুল দেন আজাদ। এরপর ফুল যান মনির। তখন তাকে টেনে হিঁচড়ে পেছনে এনে কিলঘুষি দিতে শুরু করেন। তখন পাল্টা ঘুষি দেন আজাদও।

এ নিয়ে বিড়ম্বনায় পড়েন মন্ত্রী শাহজাহান কামাল। তিন দুই নেতাকে শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর শাহজাহান কামাল দেই নেতাকে ডেকে কথা বলেন। তবে তারা কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

পূর্বাশানিউজ/০৩ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি