শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আসামে ‘বাংলাদেশি’র বিষয়ে এখনও ঢাকাকে অবহিত করেনি দিল্লি: মুনতাসির মুর্শেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামে বিপুল সংখ্যক ‘অবৈধ বাংলাদেশি’ রয়েছে বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাইকমিশনার কাজি মুনতাসির মুর্শেদ বলেছেন, ‘আসামে অবৈধ বাংলাদেশি যে আছে তা এখনও পর্যন্ত বাংলাদেশ সরকারকে কিছুই জানায়নি ভারত সরকার।’

বুধবার আমাদের সময় ডটকমকে উত্তর-পূর্ব ভারতের ৬ রাজ্যের দ্বায়িত্বে নিয়োজিত বাংলাদেশের এই কূটনৈতিক বলেন, ‘৩১ ডিসেম্বর মধ্যরাতে আসামে নাগরিক তালিকা এনআরসি’র প্রথম খসড়া প্রকাশিত হয়েছে। যে পক্ষ থেকেই হোক এনআরসি প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে পড়ায় আমরা এটি সক্রিয়ভাবে ফলো করছি।’

তিনি বলেন, ‘এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু ‘অবৈধ বাংলাদেশি’ যে আসামে আছে সে বিষয়ে এখন পর্যন্তও (৩ জানুয়ারি/১৮) বাংলাদেশ সরকারকে অফিসিয়ালি অবহিত করেনি ভারত সরকার।’

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে নাগরিক তালিকার খসড়া প্রকাশ করেন। যাতে ১ কোটি ৯০ লাখ লোকের নাম উঠেছে। আসাম রাজ্যে তিন কোটি ২৯ লাখ নাগরিকের তথ্য পাওয়া যায়। তবে নাগরিকদের এ তালিকায় ১ কোটি ৩৯ লাখ বাসিন্দা এখনও অন্তর্ভুক্ত হননি।

আসামে প্রচুর অবৈধ বাংলাদেশিরা বাস করছেন, এমন অভিযোগ করে আসছে শাসক দল বিজেপি। আর তাদের চাপের মুখেই প্রকৃত নাগরিকদের তালিকা করা হচ্ছে। এ তালিকা নিয়ে সংঘাতের আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। ভারতের বিভিন্ন মিডিয়া খবর প্রকাশিত হয়েছে আসামে ৩০ লাখ ‘অবৈধ বাংলাদেশি’ বসবাস করছে।

পূর্বাশানিউজ/০৪ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি