শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ফেনীর ৬ লেনের ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


ফেনীর ৬ লেনের ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে নির্মিত দেশের প্রথম ৬ লেনের ফ্লাইওভারটি উদ্বোধন হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে ফ্লাইওভারটি উদ্বোধন করবেন।

নির্ধারিত সময়ের ৬ মাস আগেই এটি উদ্বোধন হতে চলেছে। ফ্লাইওভারটি এ অঞ্চলের যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন ভুক্তভোগীরা। এছাড়া ফ্লাইওভারটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে স্বয়ং সড়ক ও জনপদ বিভাগ।

ফেনীর মহিপালের পথ ধরেই ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছাতে হয়। এ পথে প্রতিদিন হাজারো গাড়ির যানজট লেগেই থাকে। দীর্ঘদিনের এ যানজট নিরসনে ২০১৫ সালের এপ্রিল মাসে ফ্লাইওভারটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়।৬৬০ মিটার দীর্ঘ ও সাড়ে ২৪ মিটার প্রস্থ ফ্লাইওভারটির নির্মাণ কাজ দেখভালের দায়িত্ব নেয় সেনাবাহিনী। ১৮১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম প্রকল্পটি বাস্তবায়ন করে। ২০১৮ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ছয় মাস আগেই শেষ হয়েছে ফ্লাইওভারটির নির্মাণ কাজ।

৬ লেনের  ফ্লাইওভার প্রকল্পের পরিচালক রবিন্দ্র কুমার দাস বলেন, ফ্লাইওভারটি নির্মাণে চীন থেকে গ্যাং টিগ্যাং নিয়ে আসা হয়েছিল। এর পিসি গার্ডারগুলো বিয়ারিং সিটের ওপরে বসানো হয়েছে। এছাড়া ফ্লাইওভারটিতে গাড়ি চলাচল করতে যেন কোনো ধরণের দূর্ঘটনা না ঘটে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে।

পূর্বাশানিউজ/০৪ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি