শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সহায়তা বন্ধে ট্রাম্পের হুমকি সস্তা রাজনৈতিক চাপ: হামাস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, স¤প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে জাতিসংঘ এবং ওয়ার্ক্স এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস বা ইউএনআরডাব্লিউ’র পক্ষ থেকে দেয়া অর্থ সহায়তা বন্ধ করার যে হুমকি দিয়েছেন তা ‘সস্তা রাজনৈতিক চাপ’ ছাড়া আর কিছু নয়। বুধবার এক বিবৃতিতে বারহুম একথা বলেছেন।

তিনি বলেন, “ট্রাম্পের এ হুমকির মধ্যদিয়ে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রশ্নে মার্কিনীদের বর্বর ও অনৈতিক অবস্থান ফুটে উঠেছে।” তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের অবস্থানকে মোকাবেলা করার জন্য ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আরব ও মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক সমাজকে সমর্থন দেয়ার আহ্বান জানান।

মঙ্গলবারের টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, “শুধু পাকিস্তানই নয়, যাদের আমরা বাহুল্য কারণে কোটি কোটি ডলার দিই, এ রকম আরও অনেক দেশ আছে। যেমন আমরা প্রতিবছর ফিলিস্তিনকে শত মিলিয়ন ডলার দিই এবং কোনো প্রশংসা বা মর্যাদা পাই না। এমনকি তারা অনেক দিন ধরে ঝুলে থাকা বিষয়ে সমঝোতাও করতে চায় না।”

পূর্বাশানিউজ/০৪ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি