মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইসলামী ঐক্যজোট কারও সঙ্গে জোট করবে না : নেজামী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ কোনো নির্বাচনে ২০ দলীয় জোট, মহাজোট এবং অন্য কোনো জোটের সঙ্গে অংশ নেবে না ইসলামী ঐক্যজোট। আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবো। প্রার্থীরা নিজস্ব প্রতীক মিনার মার্কায় নির্বাচন করবে।

রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়নে আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।

মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, আমরা সারাদেশের জনগণকে সম্পৃক্ত করে আগামী নির্বাচনে অংশ নেবো। জোটের প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের আহবান জানান।

ইসলামী জোটের মহাসচিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন, ইসলামী ঐক্যজোট একটি স্বতন্ত্য মহারুহ। এই জোট এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে আমূল পরিবর্তন আনতে চায়। ওলামায়ে ইকরামরাও দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে চায়। প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসায় শিক্ষিত ওলামাদের মূল্যায়ন করেছেন। তিনি কওমী মাদ্রাসার শিক্ষাকে এমএ সম মর্যাদার স্বীকৃতির ঘোষণা দিয়েছেন, এ জন্য তাকে ধন্যবাদ জানাই।

মাওলানা আবুল হাসনাত আমেনী বলেন, প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসার শিক্ষাকে এমএ পাশের স্বীকৃতি দেওয়ায় ও রোহিঙ্গাদের হেফাজতে রাখায় তাকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমরা দু’বছর আগে ২০ দলীয় জোট ত্যাগ করেছি। কারন আমার বাবা মুফতি আমেনি ইসলামী আদর্শ বাস্তবায়ন করার জন্য বহু ত্যাগ শিকার করেছেন। তিনি ২১ মাস গৃহবন্দী থাকাবস্থায় কেউ তাকে দেখতে যায়নি। তিনি আমৃতু ইসলামের জন্য লড়াই করেছেন, কিন্তু মন্ত্রী-এমপি হওয়ার জন্য নয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জোটের ভাইস চেয়ারম্যান মওলানা আব্দুল হামিদ মধুপুরী (পীর সাহেব), অধ্যাপক আবু তাহের জেহাদী, মাওলানা অধ্যাপক এহেতাম সাওয়ার, মাওলানা জসীম উদ্দিন, জোটের যুগ্ম মহাসচিব মুফতি তৈয়্যব হোসাইন, আবুল কাশেম, মওলানা আহলুল্লাহ ওয়াছেল, মওলানা আলতাফ হোসেন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা হেদায়েত উল্লাহ ও মাওলানা আলতাফ হোসাইন প্রমুখ।

পূর্বাশানিউজ/০৭ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি