সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৩০০ আসনে প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে ধোঁয়াশা না কাটলেও, আসছে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি। অতীতের পথে না হেটে, এবার নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে দলটি।

বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পেলে যে কোনো সময় নির্বাচনে যেতে প্রস্তুত বিএনপি। নির্বাচনকালীন সরকার প্রশ্নে সমাধান না হলেও, সব প্রস্তুতি নিয়ে রাখতে চায় বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য এবং মনোনয় পাবার জন্য অনেক অনেক প্রার্থী উদ্বেগ হয়ে আছে। মামলা মোকদ্দমা কোনো ধরণের বাধা হবে না। পূর্বের জাতীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে যারা বিজয় লাভ করেছে ও গত নয় বছর যাবত দলের বিভিন্ন আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, ত্যাগ শিকার করেছে সে সব প্রার্থীরা অগ্রাধিকার পাবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের প্রার্থীর সংকট নেই। নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থীও আছে বলে তিনি জানান। তাই বিএনপির নির্বাচনে যাবার কোনো সমস্যা নেই।

সব দলের সমান সুযোগ নিশ্চিত হওয়ার পরই, নির্বাচনী প্রচারে নামার কথা বলছে বিএনপি।

পূর্বাশানিউজ/১৮ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি