মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইঞ্জিনের ত্রুটিতে বাসে আগুন লাগছে! ঝুঁকিতে যাত্রীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৮


ডেস্ক রিপোর্ট :

ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির ফলে রাজধানীতে হঠাৎ বাসে আগুন লাগছে। এক বছরে ২৫টির বেশি গণপরিবহনে লাগা আগুনে প্রায় শতাধিক যাত্রী আহত হয়েছে। ইঞ্জিনের ত্রুটিতে লাগা এই আগুনের দায় স্বীকার করে, সচেতনতা তৈরিতে উদ্যোগের আশ্বাস মালিকদের।

২০১৭ সালের ১৩ ডিসেম্বর মগবাজার-মৌচাক ফ্লাইওভারে হঠাৎ করেই আগুন লাগে গাজীপুর থেকে আসা মনজিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে।

২০১৭ সালের ২০ ডিসেম্বর শাহবাগে যাত্রী বোঝাই মিডওয়ে পরিবহনের বাসে আগুন লাগে। দগ্ধ হন গাড়ির চালক। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন বেশ কজন যাত্রী।

পরিবেশ বাঁচাও আন্দোলন পবা জানিয়েছে, ২০১৭ সালে রাজধানীতে এমন ২৫টির বেশি ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এতে ভীত-সন্ত্রস্তযাত্রীরা।

বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট জানাচ্ছে, মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন, মেরামত না করা ও যাত্রা শুরুর আগে তদারক না করাতেই ঘটছে এই ঘটনা। তবে এসব অভিযোগ মানছেন না চালকেরা।

তবে বিআরটিএ বলছে, ঝুঁকিপূর্ণ এসব বাসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান চালালেও সচেতন হচ্ছেন না মালিক ও চালকেরা।

যাত্রীবাহী বাসে হঠাৎ আগুনের দায় স্বীকার করছেন মালিকেরাও। পাশাপাশি দিচ্ছেন সচেতনতা তৈরিতে উদ্যোগের আশ্বাস।

তবে শুধু আশ্বাসে আশ্বস্ত নন যাত্রীরা। তাদের দাবি ঝুঁকিপূর্ণ গণপরিবহন সড়কে নামানো যাবে না।

পূর্বাশানিউজ/২০জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি