সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে নতুন কমিটি দেয়া হবে : আ.ক.ম মোজাম্মেল হক


মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে নতুন কমিটি দেয়া হবে : আ.ক.ম মোজাম্মেল হক


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে যেসব কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেগুলো বাতিল করে নতুন কমিটি দেয়া হবে।

শনিবার বিকালে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচী উদ্বোধনের সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নে মন্ত্রী এ কথা বলেন।

বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচী উদ্বোধন শেষে প্রতীক মঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন তিনি।

এসময় তিনি আরও বলেন, যেসব জেলায় ১০ ভাগের বেশি মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে তালিকাভুক্ত হয়েছে সেগুলোকে বাতিল করে আবারও নতুন করে যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা হবে। এছাড়াও এই নাগেশ্বরী উপজেলাসহ কুড়িগ্রাম জেলায় যেসব বধ্যভূমি রয়েছে এগুলো সব এবছরই টেন্ডার করা হবে।

বিদ্যুতের বিষয়ে তিনি বলেন, যেসব দুর্গম এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি সেসব এলাকায় চলতি বছরের মধ্যেই বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।

নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ ফেরদৌস খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী ডা.এমএইচ সুমন প্রধান প্রমূখ।

পূর্বাশানিউজ/২০জানুয়ারী ২০১৮/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি