রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বেগমগঞ্জে ওষুধ কারখানায় বিষক্রিয়ায় নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গ্লোব ফার্মাসিটিক্যালে রাসায়নিক মিশ্রণের সময় বিষক্রিয়ায় নুরুল আমিন রনি নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাত শ্রমিক অসুস্থ হয়েছেন।

সোমবার সকালে নোয়াখালী জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।

নিহত রনি বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মো. খলিলুর রহমানের ছেলে। অসুস্থ আহত শ্রমিকদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে গ্লোব ফার্মাসিটিক্যাল কারখানায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় রাসায়নিক মিশ্রণের সময় মিশ্রণে নাইট্রোজেন ও কার্বনডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এতে অক্সিজেন কমে গেলে কর্মরত আট শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সোমবার সকালে রনি নামে এক শ্রমিকের মৃত্যু হয়। অপর অসুস্থরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বাশানিউজ/২৯জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি