রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যানজট নিরসনে চট্টগ্রামে রোড পার্কিং কার্যক্রম শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:
যানজট নিরসনসহ যানবাহন চলাচলে শৃঙ্খলা আনার জন্য রোড পার্কিং কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

এদিকে বর্তমানে নগরীর সবচেয়ে বড় সমস্যা যানজট। দিন যত যাচ্ছে সমস্যা তত প্রকট হচ্ছে। আর অবৈধভাবে রাস্তার উপর যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখার কারণে যানজট প্রকট হচ্ছে। স্কুল ছুটির সময় অবৈধভাবে পার্কিং করে রাখা ব্যক্তিগত গাড়ীর কারণে যানজট অসহনীয় হয়ে ওঠে।

তবে এই যানজটকে সহনীয় পর্যায়ে আনতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে। নগরীর গুরুত্বপূর্ণ ২৭টি স্থানে সাদা রঙ দিয়ে চিহ্নিত করে পার্কিং কার্যক্রম শুরু করা হয়েছে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, সুষ্ঠু পার্কিং ব্যবস্থা গড়ে তুলতে হলে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে।

তারা বলেন, ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় ও প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে মনিটরিং করা হয় তাহলে সুবিধা আসতে পারে।

স্থানীয়রা বলেন, প্রচণ্ড যানজট বেড়ে গেছে। বাচ্চাদের স্কুলের সময় পেরিয়ে যায়। প্রাইভেট গাড়ি যেখানে সেখানে দাঁড়ানোর কারণে যানজট বেড়েছে।

সিটি কর্পোরেশন যানজট নিরসন প্রকল্পের প্রধান সমন্বয়ক বলেন, একটি গাড়ির জন্যে আট ফিট থেকে ষোল ফিট বক্স তৈরি করে দেয়া হচ্ছে। পার্কিং যেন এক সারিতে হয় তার ব্যবস্থাও করা হচ্ছে।

সুষ্ঠু পার্কিং ব্যবস্থা গড়ে তুলতে হলে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে মনিটরিং ব্যবস্থা জোরদার করার পরামর্শ নগর পরিকল্পনাবিদের।

নগরীর মেয়র জানান, যারা নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এটা কেউ না মানলে আমরা সরাসরি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলব। এছাড়া আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ব্যবস্থা নিবো।’

চট্টগ্রাম শহরে ৫ লাখের বেশি যান্ত্রিক ও অযান্ত্রিক গাড়ি চলাচল করে।

পূর্বাশানিউজ/১০ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি