শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কারাগার আরাম আয়েশের জায়গা নয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জেল তো জেলই। জেল তো আরাম আয়েশের জায়গা নয়। খালেদা জিয়ার ডিভিশন নিয়ে এক প্রশ্নের জবাবে গতকাল নিজ দপ্তরে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কারাগারে খালেদা জিয়াকে আইন অনুযায়ী প্রাপ্য সব সুবিধা দেয়া হচ্ছে। বন্দি খালেদার কোনো অমর্যাদা করা হচ্ছে না দাবি করে তিনি বলেন, উনি কয়েকবার প্রধানমন্ত্রী, একটা বড় দলের চেয়ারপারসন। কাজেই তার কোনো প্রকার অসম্মান, অমর্যাদা বা তার সুযোগ-সুবিধা থেকে তাকে বঞ্চিত করা- সেটা এখন পর্যন্ত হয়নি।
তিনি বলেন, আমি যতদূর জানি, বেগম জিয়াকে এখন একটা রুম মেরামত করে দেয়া হয়েছে, আগে জেল সুপারের রুম ছিল ওটা। ওই রুমটা আমরা দেখেছি। ওই রুমটা বসার, জেল থেকে কোর্টে যাওয়ার সময়। তারেক জিয়া, আমি ওই রুমটাতে বসেছি। এখন সেই রুমটাকে রিনোভেট করে বেগম জিয়াকে রাখা হয়েছে। খালেদা জিয়াকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা না দেয়ার বিষয়ে সড়ক মন্ত্রী কাদের বলেন, আক্ষরিক অর্থে যেটা ডিভিশন বলে, ডিভিশন দেয়ার যে বিষয়, সে বিষয়টা এখনো অনুপস্থিত আছে। হয়তো হয়েও যাবে। তবে তাকে কোনো অমর্যাদা করা হচ্ছে না; তিনি যা চাচ্ছেন, তাকে দেয়া হচ্ছে। খালেদার সঙ্গে তার গৃহকর্মী ফাতেমা বেগমকে রাখতে তার আইনজীবীদের আবেদনের বিষয়ে তিনি বলেন, ওয়ান-ইলেভেনের পর দুই নেত্রীকে যখন মাইনাস করার পরিকল্পনা ছিল, তখনও কাউকে পরিচারিকা অ্যালাউ করা হয়নি। সেটাও তো জেল, সাব-জেল জেল একই তো। এটা জেল কোডের নিয়ম। ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত ইতিহাসে বঙ্গবন্ধু, মওলানা ভাসানী সবাই তো জেলে ছিলেন। কখনো ব্যক্তিগত কোনো সাহায্যকারী, আমি কাজের ছেলে, কাজের মেয়ে বলবো না, ব্যক্তিগত কোনো সাহায্যকারীর ভেতরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারাগারে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র দেয়ার কোনো নিয়ম নেই জানিয়ে কাদের বলেন, আমরা ডিভিশনে ছিলাম। এসি দেয়ার কোনো সুযোগ নেই। এর আগেও উনি জেলে ছিলেন, আমাদের নেত্রীও ছিলেন। তখন কিন্তু এসি দেয়া হয়নি। এটা কেন যে দাবি করছেন, ঠিক জানি না। এই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিদেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে বলেও জানান কাদের। তিনি বলেন, অলরেডি ফ্রান্সে ইন্টারপোলের কাছে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। দণ্ডিতদের মধ্যে তারেক রহমান ও সাবেক মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী বিদেশে পালিয়ে আছেন।

পূর্বাশানিউজ/১২ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি