শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজধানীর ভাষানটেক বস্তিতে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১২টার কিছু পরে এই আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজুর রহমান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট ১২ টি ইউনিট।

এর আগে ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের ফায়ারম্যান আনিসুর রহমান জানিয়েছিলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ভাষানটেক বস্তিতে যায় ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশেনের তিনটি ইউনিট। সঙ্গে যায় কুর্মিটোলা স্টেমনের দুইটি ইউনিট। শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে পাঁচটি ইউনিট। আগুনের মাত্রা বেশি হওয়ায় মোহাম্মপুর থেকেও কয়েকটি ইউনিট খবর দেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

তবে আনিসুর রহমান জানান, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বা পুরোপুরি নিভে যাওয়ার পরই ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাবে বলেও জানান তিনি।

পূর্বাশানিউজ/১২ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি